ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

মনোনয়ন না পেয়ে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৪ ০৮:১৭:১১
মনোনয়ন না পেয়ে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পর সৃষ্ট নজিরবিহীন সংঘাত ও জনস্বার্থের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামের সীতাকুণ্ডের চারজন গুরুত্বপূর্ণ নেতাকে দল থেকে অপসারণ করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঙ্গলবার (৪ নভেম্বর) এই নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, অভিযুক্ত চারজনকে দলের প্রাথমিক সদস্যপদ-সহ সংগঠনের সকল স্তর থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার এবং জলিল গেট এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা, হানাহানি, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো নানা ধরনের অবৈধ তৎপরতা সংঘটিত হয়। দলের অভ্যন্তরীণ মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে এই নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে। এসব জনজীবনের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে সরাসরি সংশ্লিষ্ট থাকার প্রমাণ মেলায় কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান গ্রহণ করে।

যাদের সাংগঠনিক পদ বিলুপ্ত করা হলো, তারা হলেন—সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

উল্লেখ্য, এই বহিষ্কারাদেশের একদিন আগে সোমবার দুপুরে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক বসেছিল। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেই গুরুত্বপূর্ণ অধিবেশনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে সভাপতিত্ব করেন। এই উচ্চপর্যায়ের সভায় নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়, যার পরেই সীতাকুণ্ডে সংঘাতের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের জন্য তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বরের প্রথমার্ধকে লক্ষ্য স্থির করেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ