ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড: ঝোড়ো সেঞ্চুরিতে ১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ট্র্যাভিস হেড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ২২ ১৫:৫৭:৩৮
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড: ঝোড়ো সেঞ্চুরিতে ১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ট্র্যাভিস হেড

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে চলা ঐতিহ্যবাহী অ্যাশেজ় টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পারথে। এই ম্যাচের চতুর্থ তথা শেষ ইনিংসে ব্যাট হাতে কার্যত বিস্ফোরণ ঘটালেন অজ়ি তারকা ট্র্যাভিস হেড। যে পিচে ব্যাটারদের রান তোলা কঠিন ছিল এবং প্রথম তিন ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি হয়েছে, সেই পিচেই টি-টোয়েন্টির মেজাজে ব্যাট করলেন হেড।

অজি এই তারকাকে পাওয়া গেল একেবারে নিজস্ব চেনা ছন্দে। তাঁর ব্যাটিং তাণ্ডব বাজ়বল নিয়ে ইংল্যান্ডের সব লাফালাফি থামিয়ে দিল, হেড দেখিয়ে দিলেন 'বাজ়বলের' আসল অর্থ কী। তাঁর আগুনে মেজাজে মাত্র দুই দিনেই জয় নিশ্চিত করে অ্যাশেজ়ের প্রথম টেস্টেই অজ়িদের জয় এনে দেন হেড।

কঠিন পিচে রানের বন্যা এবং ঐতিহাসিক জয়

যে পিচে একটি দলের পক্ষে ২০০ রান করাটাই চাপের বিষয় ছিল, সেই কঠিন পিচেই হেড সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস লিখে ফেললেন। অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে ২০৫ রানের লক্ষ্য দেওয়া হয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ট্র্যাভিস হেড শুরু করলেন চার-ছক্কার বৃষ্টি। মাত্র ৬৯ বলে শতরান হাঁকিয়ে তিনি গুঁড়িয়ে দিলেন ১২৩ বছরের পুরনো একটি রেকর্ড।

ওপেন করার সুযোগ ও ঝোড়ো হাফসেঞ্চুরি

এই ম্যাচের প্রথম ইনিংসে ট্র্যাভিস হেড পাঁচ নম্বরে ব্যাট করে মাত্র ২১ রান করেছিলেন। কিন্তু শেষ ইনিংসে তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হয় এবং তিনি এর পূর্ণ সদ্ব্যবহার করেন। শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলে পারথে কঠিন মনে হওয়া লক্ষ্যকেই সহজ করে দেন তিনি।

মাত্র ৩৬ বলে তিনি অর্ধশতরান পূর্ণ করেন, যা অ্যাশেজ় ইতিহাসে যৌথ ভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির নজির। এরপরও তিনি থামেননি এবং চোখের পলকে সেঞ্চুরি পূর্ণ করেন।

হেডের রেকর্ড শতরান: পঞ্চম দ্রুততম টেস্ট সেঞ্চুরি

ট্র্যাভিস হেড ঝড়ের গতিতে মাত্র ৬৯ বলে শতরান পূর্ণ করেন। তাঁর এই ইনিংস একাধিক নজির সৃষ্টি করেছে:

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতরান: এটি পঞ্চম দ্রুততম শতরানের রেকর্ড।

অস্ট্রেলিয়ার দ্রুততম শতরান: তিনি অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে দ্রুততম শতরানের তালিকায় যৌথ ভাবে তৃতীয় স্থানে পৌঁছে যান।

অ্যাশেজ়ের দ্রুততম শতরান: অ্যাশেজ সিরিজ়ের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম শতরানের নজির।

১২৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হেড

এদিন তিনি ভেঙেছেন কিংবদন্তী গিলবার্ট জেসপের রেকর্ড। জেসপ ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৬ বলে শতরান করেছিলেন। ট্র্যাভিস হেড তাঁকে ছাপিয়ে গিয়েছেন।

উল্লেখ্য, অ্যাশেজ়ে দ্রুততম শতরানের রেকর্ডটি এখনও অ্যাডাম গিলক্রিস্টের দখলে, যিনি ২০০৬-০৭ অ্যাশেজ় টেস্টে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ