ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বিশ্বকাপ ফুটবল ড্র’সহ আজকের সকল খেলার সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ০৫ ১০:৩৯:১৭
বিশ্বকাপ ফুটবল ড্র’সহ আজকের সকল খেলার সময়সূচি

খেলাধুলার জগৎ আজ রীতিমতো উৎসবমুখর। একদিকে যেমন জানা যাবে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের গ্রুপ বিন্যাস, তেমনি মাঠে গড়াবে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ, আইএল টি-টোয়েন্টির মারকাটারি লড়াই এবং জুনিয়র হকি বিশ্বকাপের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আজ (নির্দিষ্ট দিনের নাম) টিভিতে লাইভ দেখা যাবে যে সব খেলা, তার পূর্ণাঙ্গ সূচি নিচে তুলে ধরা হলো।

ফুটবল বিশ্বকাপের ড্র ও বাংলাদেশের লিগ

দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাতে ক্রীড়াপ্রেমীরা চোখ রাখবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ড্র অনুষ্ঠানের দিকে। কখন, কোন দল কার গ্রুপে স্থান পাচ্ছে, সেই উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে। ফিফা প্লাসে সরাসরি এই ড্র দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

অন্যদিকে, দেশের মাটিতেও ফুটবলের উন্মাদনা থাকছে। মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে শক্তিশালী বসুন্ধরা কিংস।

ক্রিকেট মাঠে আজ রয়েছে তিন ভিন্ন ফরম্যাটের লড়াই। ভোরের আলো ফুটতেই শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের খেলা। এরপর সকালের দিকেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড, এটি ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। রাতে থাকছে সংক্ষিপ্ত ফরম্যাটের ধুন্ধুমার লড়াই - আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নাইট রাইডার্স ও ভাইপার্স।

জুনিয়র হকি বিশ্বকাপে ভারতের ম্যাচসহ ৪ লড়াই

হকিপ্রেমীদের জন্যেও আজকের দিনটি দারুণ গুরুত্বপূর্ণ। জুনিয়র হকি বিশ্বকাপে মোট চারটি হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের আকর্ষণ হিসেবে থাকছে শক্তিশালী ভারতের খেলা। তারা রাত সাড়ে ৮টায় বেলজিয়ামের মুখোমুখি হবে। এর আগে দিনের আলোয় মাঠে নামবে স্পেন, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মতো দলগুলো।

খেলাম্যাচের বিবরণ / ইভেন্টসময়চ্যানেল
ক্রিকেট ক্রাইস্টচার্চ টেস্ট-৪র্থ দিন: নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ভোর ৪টা টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
ক্রিকেট ব্রিসবেন টেস্ট-২য় দিন: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সকাল ১০টা স্টার স্পোর্টস ১
হকি জুনিয়র হকি বিশ্বকাপ: স্পেন-নিউজিল্যান্ড বেলা ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল বাংলাদেশ ফুটবল লিগ: ব্রাদার্স-বসুন্ধরা কিংস বেলা ২-৩০ মিনিট টি স্পোর্টস
হকি জুনিয়র হকি বিশ্বকাপ: ফ্রান্স-জার্মানি বেলা ৩-৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১
হকি জুনিয়র হকি বিশ্বকাপ: নেদারল্যান্ডস-আর্জেন্টিনা সন্ধ্যা ৬টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্রিকেট আইএল টি-টোয়েন্টি: নাইট রাইডার্স-ভাইপার্স রাত ৮-৩০ মিনিট টি স্পোর্টস
হকি জুনিয়র হকি বিশ্বকাপ: ভারত-বেলজিয়াম রাত ৮-৩০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল ২০২৬ বিশ্বকাপ ফুটবল ড্র রাত ১০-৪০ মিনিট ফিফা প্লাস

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ