ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম আফগানিস্তান ও বার্সেলোনা-ওসাসুনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ০৮:৫৩:০২
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম আফগানিস্তান ও বার্সেলোনা-ওসাসুনা

খেলাপ্রেমীদের জন্য আজ এক জমজমাট দিন। ক্রিকেটে একদিকে যেমন যুবাদের এশিয়া কাপে লড়বে বাংলাদেশ, তেমনি ফুটবলে গর্জন তুলবে ইউরোপের ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ লিভারপুল, চেলসি, আর্সেনালের গুরুত্বপূর্ণ ম্যাচের সাথে লা লিগায় বার্সেলোনা ও অ্যাটলেটিকোর মতো জায়ান্টদের লড়াই দিয়ে আজ টিভি পর্দা থাকছে সরগরম।

দিনের শুরুতেই চোখ থাকবে তরুণ টাইগারদের দিকে। এরপর আইএল টি-টোয়েন্টির মারকাটারি ক্রিকেট। রাত যত বাড়বে, আকর্ষণ তত বাড়বে ফুটবলে। চলুন দেখে নেওয়া যাক টিভিতে আজকের খেলার সম্পূর্ণ সূচি।

আজকের খেলার সূচি

খেলাইভেন্টম্যাচসময়চ্যানেল
**ক্রিকেট** অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ-আফগানিস্তান বেলা ১১টা টি স্পোর্টস
**ক্রিকেট** আইএল টি-টোয়েন্টি রাইডার্স-ক্যাপিটালস রাত ৮-৩০মি. টি স্পোর্টস
**ফুটবল** ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল-ব্রাইটন রাত ৯টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
**ফুটবল** ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি-এভারটন রাত ৯টা স্টার স্পোর্টস সিলেক্ট ২
**ফুটবল** ইংলিশ প্রিমিয়ার লিগ বার্নলি–ফুলহাম রাত ১১-৩০মি. স্টার স্পোর্টস সিলেক্ট ১
**ফুটবল** ইংলিশ প্রিমিয়ার লিগ আর্সেনাল–উলভারহ্যাম্পটন রাত ২টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
**ফুটবল** লা লিগা অ্যাটলেটিকো-ভ্যালেন্সিয়া সন্ধ্যা ৭টা বিগিন অ্যাপ
**ফুটবল** লা লিগা বার্সেলোনা-ওসাসুনা রাত ১১-৩০মি. বিগিন অ্যাপ

ক্রিকেট ময়দানে বাংলাদেশ

আজকের দিনের খেলা শুরু হচ্ছে ক্রিকেট দিয়ে। বেলা ১১টায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষ আফগানিস্তান। টি স্পোর্টসে দেখা যাবে যুবাদের এই লড়াই। দিনের দ্বিতীয় ক্রিকেট ম্যাচটি টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির। রাইডার্স ও ক্যাপিটালসের ম্যাচটি রাত সাড়ে আটটায় দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়।

ইউরোপীয় ফুটবলের রাত

ক্রিকেটের পর ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় দুই লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) এবং লা লিগা।

প্রিমিয়ার লিগে আজ একই সময়ে মাঠে নামবে দুটি বড় দল। রাত ৯টায় লিভারপুল আতিথ্য দেবে ব্রাইটনকে, যা দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। একই সময়ে স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ চেলসি লড়বে এভারটনের বিপক্ষে। দিনের অন্যান্য ম্যাচে রাত ১১-৩০ মিনিটে বার্নলি মুখোমুখি হবে ফুলহামের। তবে ফুটবলপ্রেমীদের রাতের ঘুম কেড়ে নেবে রাত ২টার আর্সেনাল ও উলভারহ্যাম্পটনের ম্যাচটি।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ