ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ-নেপাল লড়াই, রাতে ম্যান ইউর মহারণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৫ ০৯:০৩:০১
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ-নেপাল লড়াই, রাতে ম্যান ইউর মহারণ

আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ উপহার নিয়ে হাজির। একদিকে যেমন রয়েছে বাংলাদেশের যুবাদের লড়াইতে চোখ রাখার সুযোগ, তেমনি রাতে ইউরোপীয় ফুটবলের রণাঙ্গনে নামছে বিশ্বসেরা দলগুলো। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ নিজেদের ম্যাচ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ, আর অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। ক্রিকেট ও ফুটবলের এমন জমজমাট সূচি টেলিভিশনের পর্দা মাতিয়ে রাখতে প্রস্তুত।

দিনের শুরুটা হচ্ছে ক্রিকেটের নতুন তারাদের হাত ধরে। বেলা ১১টায় এশিয়া কাপের মঞ্চে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের তরুণ দল। এই ম্যাচের পরেই দুপুরে বিগ ব্যাশ লিগ এবং রাতে আইএল টি-টোয়েন্টির মধ্য দিয়ে ক্রিকেটপ্রেমীদের বিনোদনের পসরা সাজানো।

তবে আসল উত্তেজনা অপেক্ষা করছে গভীর রাতে। ইউরোপের শীর্ষ লিগগুলোর খেলা দিয়ে রাত জাগার পালা শুরু হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ২টায় ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শক্তি দেখাবে বোর্নমাউথের বিপক্ষে। একই সময়ে স্প্যানিশ লা লিগায় ভায়েকানোর প্রতিপক্ষ বেতিস। এর কিছুক্ষণ আগেই সিরি আ-তে মাঠে নামবে রোমা ও কোমো। সবমিলিয়ে আজকের খেলার সূচি নিচে টেবিলে দেওয়া হলো:

টিভিতে আজকের খেলার সূচি

খেলাপ্রতিপক্ষসময়চ্যানেল
ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ-নেপাল বেলা ১১টা টি স্পোর্টস
বিগ ব্যাশ লিগ রেনেগেডস-হিট বেলা ২-১৫ মি. স্টার স্পোর্টস ২
আইএল টি-টোয়েন্টি শারজা-গালফ রাত ৮-৩০ মি. টি স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যান ইউনাইটেড-বোর্নমাউথ রাত ২টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
সিরি আ রোমা-কোমো রাত ১-৪৫ মি. ডিএজেডএন
লা লিগা ভায়েকানো-বেতিস রাত ২টা বিগিন অ্যাপ

ক্রিকেট ও ফুটবলের এমন এক বৈচিত্র্যময় দিনে দর্শকরা কখন কোন চ্যানেলে চোখ রাখবেন, সেই তালিকা হাতের কাছে রাখলে উপভোগের মাত্রা বাড়বে নিশ্চিত।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ