ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: আইপিএল নিলাম, ফিফা দ্য বেস্ট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৬ ০৮:৫০:৩৫
আজকের খেলার সময়সূচি: আইপিএল নিলাম, ফিফা দ্য বেস্ট

খেলাপ্রেমীদের জন্য আজ এক মহাব্যস্ত দিন। একদিকে যেমন কোটি টাকার ঝলকানি নিয়ে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলাম, তেমনি অন্যদিকে ফুটবল দুনিয়ার সেরা তারকাদের হাতে উঠতে চলেছে 'দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস' (The Best FIFA Awards)। ক্রিকেট এবং ফুটবলের এমন জাঁকজমকপূর্ণ সূচির পাশাপাশি টিভিতে থাকছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, বিগ ব্যাশ লিগ এবং একটি বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচের সরাসরি সম্প্রচার।

আইপিএল নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে নিয়ে বাজিমাত করে, সেদিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। দুপুর ৩টা থেকে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে এই নিলামের প্রতিটি মুহূর্ত।

অন্যদিকে রাতে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি রোমাঞ্চকর ইভেন্ট। রাত ১১টায় ফিফা প্লাসে দেখা যাবে 'দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস', যেখানে বছরের সেরা ফুটবলার ও কোচের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে দুপুরে ক্রিকেট ভক্তরা দেখতে পাবেন টি-স্পোর্টসে পাকিস্তান ও আমিরাতের মধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের লড়াই। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় চলমান বিগ ব্যাশ লিগের উত্তেজনাও উপভোগ করা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ।

এক নজরে আজকের টিভিতে যত খেলা ও ইভেন্টের সরাসরি সূচি নিচে টেবিল আকারে দেওয়া হলো:

টিভিতে আজকের খেলার সূচি

খেলা (Sport)ইভেন্ট/ম্যাচ (Event/Match)সময় (Time)চ্যানেল (Channel)
ক্রিকেট
আইপিএল নিলাম বেলা ৩টা স্টার স্পোর্টস ১ ও ২
অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট পাকিস্তান-আমিরাত বেলা ১১টা টি স্পোর্টস
বিগ ব্যাশ লিগ হারিকেনস-থান্ডার বেলা ২-১৫ মি. স্টার স্পোর্টস সিলেক্ট ১
প্রদর্শনী ক্রিকেট বাংলাদেশ অল স্টারস সন্ধ্যা ৬টা টি স্পোর্টস
অ্যাডিলেড টেস্ট-১ম দিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড আগামীকাল ভোর ৫-৩০ মি. স্টার স্পোর্টস ১
ফুটবল
ফিফা অ্যাওয়ার্ডস নাইট দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস রাত ১১টা ফিফা প্লাস

দিনের শেষে, ক্রিকেট ও ফুটবল উভয় ইভেন্টেই চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ফ্র্যাঞ্চাইজিরা তৈরি তাদের দল গোছাতে, অন্যদিকে ফুটবলের সেরা তারকারা প্রস্তুত নিজেদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিতে। ক্রীড়াপ্রেমীদের জন্য দিনটি তাই টেলিভিশন পর্দা থেকে চোখ সরানোর সুযোগ দেবে না।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ