Alamin Islam
Senior Reporter
আইএল টি-টোয়েন্টি: দুবাইয়ে তাসকিনের কিপ্টে বোলিং, যত উইকেট পেলেন
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও দলের হার এড়াতে পারলেন না বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আগের ম্যাচে ৩ উইকেট নিলেও কিছুটা ব্যয়বহুল ছিলেন তিনি, তবে শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল হাতে ছিলেন দুর্দান্ত সাশ্রয়ী। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ২ উইকেট নিলেও সতীর্থ ব্যাটারদের চরম ব্যর্থতায় ডেজার্ট ভাইপার্সের কাছে হার মানতে হয়েছে তার দল শারজাহ ওয়ারিয়র্সকে।
ব্যাটারদের ব্যর্থতায় শারজাহর লজ্জাজনক স্কোর
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শারজাহর ব্যাটিং লাইনআপ। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার জনসন চার্লস মাত্র ৩ রানে বিদায় নিলে চাপে পড়ে দল। সেই চাপ সামাল দিতে পারেননি সিকান্দার রাজা বা দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন টম অ্যাবেল। এছাড়া ইথান ডি’সুজার ব্যাট থেকে আসে ১৮ রান। তবে তারা দুজন বাদে আর কেউ দুই অঙ্কের কোটা পার করতে পারেননি। মূলত নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ১৭.৫ ওভারেই মাত্র ৯০ রানে গুটিয়ে যায় শারজাহ। ডেজার্ট ভাইপার্সের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন ডেভিড পেইন (৩ উইকেট), নাসিম শাহ ও নূর আহমদের মতো বোলাররা।
তাসকিনের জোড়া শিকারে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস
মাত্র ৯১ রানের লক্ষ্য তাড়া করতে নামা ডেজার্ট ভাইপার্সকে শুরুতেই কাঁপিয়ে দেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই পাকিস্তানের বিধ্বংসী ওপেনার ফখর জামানকে (৬) সাজঘরের পথ দেখান তিনি। নিজের পরের স্পেলে হাসান নেওয়াজকেও (১০) প্যাভিলিয়নে ফেরত পাঠান এই টাইগার পেসার। ২০ রানে ২ উইকেট হারিয়ে এক সময় চাপে পড়েছিল ডেজার্ট।
শেষ রক্ষা হলো না শারজাহর
স্বল্প পুঁজি নিয়েও লড়াই করার মানসিকতা দেখিয়েছিল শারজাহর বোলাররা। তাসকিনের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে উইকেট শিকার করেন সিকান্দার রাজা, আদিল রশিদ ও ডোয়াইন প্রিটোরিয়াসরা। এক পর্যায়ে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল ডেজার্ট ভাইপার্স। তবে লক্ষ্যমাত্রা খুব ছোট হওয়ায় জয় পেতে তাদের বেগ পেতে হয়নি। ১৩.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ডেজার্টের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্যাম কারান।
ম্যাচ হাইলাইটস:
শারজাহ ওয়ারিয়র্স: ৯০/১০ (১৭.৫ ওভার) - টম অ্যাবেল ৩৫, ইথান ১৮।
ডেজার্ট ভাইপার্স: ৯১/৬ (১৩.৫ ওভার) - স্যাম কারান ৩৭।
তাসকিন আহমেদের স্পেল: ৪-০-২০-২।
ব্যাটিং ইউনিটের চরম ব্যর্থতায় তাসকিন আহমেদের এমন নিয়ন্ত্রিত ও লড়াকু বোলিং কেবল ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ থাকল, দলের পয়েন্ট টেবিলে কোনো ভূমিকা রাখতে পারল না।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাবধান! লিভার অকেজো হওয়ার আগে ত্বকে দেখা দেয় এই ৪ লক্ষণ
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: শেষ হলো ম্যাচ, জেনে নিন ফলাফল
- আজকের খেলার সময়সূচী: বাংলাদেশ বনাম পাকিস্তান সেমি ফাইনাল
- আজকের সোনার দাম: (শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫)
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: লড়াকু টার্গেট দিল বাংলাদেশ
- লিভারের বিপদ বুঝবেন যেভাবে: ত্বকের ৪টি পরিবর্তন আজই চিনে নিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: ব্যাটিংয়ে বাংলাদেশ সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: খেলাটি সরাসরি Live দেখুন এখানে
- ফিনালিসিমা-আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারি নতুন পদ্ধতিতে হবে পরীক্ষা
- চলতি সপ্তাহেই এজিএম ৫২টি তালিকাভুক্ত কোম্পানি
- আজকের সোনার দাম: (শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫)
- বিপিএল ২০২৫: ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ, টিকিট কাটবেন যেভাবে
- ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের সময়সূচি ঘোষণা করলো ব্রাজিল
- বাংলাদেশবনাম পাকিস্তান সেমিফাইনাল লাইভ: বোলিয়ে বাংলাদেশ,সরাসরি দেখুন Live