ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

বাংলাদেশি ক্রিকেটার-কোচ চাইল সৌদি, বিসিবির সাফ না: নেপথ্যে কী?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১২:১৫:২১
বাংলাদেশি ক্রিকেটার-কোচ চাইল সৌদি, বিসিবির সাফ না: নেপথ্যে কী?

বাংলাদেশি ক্রিকেটারদের নিতে চেয়েছিল সৌদি আরব, সাফ ‘না’ করে দিল বিসিবি

ফুটবল বিশ্বের পর এবার ক্রিকেটেও নিজেদের রাজত্ব কায়েম করতে চাইছে সৌদি আরব। ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অধীনে দেশটির ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিতে মরিয়া রিয়াদ। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ চেয়ে বিসিবিকে বিশাল এক প্রস্তাব দিয়েছিল তারা। তবে নিজেদের সম্পদ ও সামর্থ্য অন্য দেশকে দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের স্বার্থের কথা বিবেচনা করে সৌদির সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বিসিবি।

সৌদির লক্ষ্য: বাংলাদেশি ক্রিকেটারদের নাগরিকত্ব

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মূলত সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের মডেল অনুসরণ করে এগোতে চাইছে সৌদি আরব। এই দেশগুলো যেভাবে ভারতীয় উপমহাদেশের উদীয়মান ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে নিজেদের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের ভিত্তি গড়েছে, সৌদিও সেই একই পথে হাঁটতে চেয়েছিল। তাদের নজর ছিল বাংলাদেশের প্রতিভাবান পুরুষ ও নারী ক্রিকেটারদের ওপর।

বিসিবি সভাপতির কড়া বার্তা

সৌদি আরবের পক্ষ থেকে আসা এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রায় দুই মাস আগে সৌদি এই প্রস্তাব দিলেও তিনি তা নাকচ করে দিয়েছেন।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি প্রধান বলেন, “মাস দুয়েক আগে সৌদি আরব আমাদের কাছে নারী-পুরুষ ক্রিকেটার এবং কোচ চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু আমি তা গ্রহণ করিনি। নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি কীভাবে আমাদের খেলোয়াড় ও কোচদের অন্য দেশে পাঠিয়ে দেব?”

খেলাধুলার বিশ্বমঞ্চে সৌদির জয়যাত্রা

কেবল ক্রিকেট নয়, বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সৌদি আরবের প্রভাব এখন তুঙ্গে। ভিশন ২০৩০-এর আওতায় তারা এর আগে এলআইভি গলফ এবং ফর্মুলা ওয়ানে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে। ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার এবং করিম বেনজেমার মতো মহাতারকাদের নিজেদের লিগে ভিড়িয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর এবার তাদের মূল লক্ষ্য আইসিসি ও এসিসির সমর্থন নিয়ে ক্রিকেটে শক্ত অবস্থান তৈরি করা।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পরিচিতি বাড়াতে সৌদি আরব এখন উদীয়মান বা ‘ইমার্জিং’ ক্রিকেটারদের দিকে হাত বাড়াচ্ছে। তবে বাংলাদেশ তাদের সেই পথ আগলে দাঁড়াল। বিসিবির এই সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, নিজেদের ক্রিকেটীয় প্রতিভাকে অন্য দেশের স্বার্থে ব্যবহৃত হতে দিতে রাজি নয় লাল-সবুজের বোর্ড।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ