ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ০৯:৫৪:৪৯
আজকের খেলার সময়সূচি: রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স

শীতের আমেজ আর খেলার উত্তেজনা—সব মিলিয়ে আজ ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ঠাসা সূচি। ক্রিকেটের ধ্রুপদী লড়াই থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লিগের ধামাকা, আর মধ্যরাতের ফুটবল রোমাঞ্চ; সব মিলিয়ে আজ টেলিভিশনের পর্দা থাকবে সরগরম। বিশেষ করে বিপিএলের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামছেন তাসকিন আহমেদরা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলার পূর্ণাঙ্গ সূচি ও সরাসরি সম্প্রচারের তথ্য।

আজকের খেলার সূচি

সময়খেলাইভেন্ট / টুর্নামেন্টচ্যানেল
ভোর ৪:০০ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মাউন্ট মঙ্গানুই টেস্ট (৫ম দিন) টি স্পোর্টস ও সনি স্পোর্টস ৫
দুপুর ১২:৩০ রংপুর-রাজশাহী বিপিএল প্রীতি ম্যাচ টি স্পোর্টস
বেলা ২:১৫ সিডনি থান্ডার-ব্রিসবেন হিট বিগ ব্যাশ লিগ স্টার স্পোর্টস ২
রাত ৮:৩০ আবুধাবি-শারজা আইএল টি-টোয়েন্টি টি স্পোর্টস
রাত ২:০০ ফুলহাম-নটিংহাম ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১

খেলার মাঠের বিস্তারিত খবর

ক্রিকেট: টেস্টের উত্তেজনা ও বিপিএলের প্রস্তুতি

দিনের শুরুটা হয়েছে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই থেকে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টের আজ পঞ্চম ও শেষ দিন। দুদলের মধ্যকার লড়াইটি ড্রর দিকে যায় নাকি নাটকীয় কোনো মোড় নেয়, তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট ভক্তরা।

তবে বাংলাদেশের দর্শকদের মূল আকর্ষণ থাকবে দুপুর ১২টা ৩০ মিনিটে। বিপিএলের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে মাঠে নামছে রংপুর ও রাজশাহী। এই ম্যাচে গতির ঝড় তুলতে দেখা যেতে পারে দেশসেরা পেসার তাসকিন আহমেদকে। এ ছাড়া বিকেলের দিকে থাকছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ‘বিগ ব্যাশ’ এবং রাতের ভাগে আরব আমিরাতের ‘আইএল টি-টোয়েন্টি’র জমজমাট লড়াই।

ফুটবল: প্রিমিয়ার লিগের লড়াই

ফুটবল প্রেমীদের জন্য আজ রাত জাগার রসদ থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে। রাত ২টায় মুখোমুখি হবে ফুলহাম ও নটিংহাম ফরেস্ট। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যে দুই দলই আজ জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে।

সব মিলিয়ে আজ দিনভর ক্রিকেট ও ফুটবলের বিনোদনে ডুবে থাকার দারুণ সুযোগ পাচ্ছেন সমর্থকরা। পছন্দের দলের খেলা দেখতে চোখ রাখুন নির্দিষ্ট চ্যানেলগুলোতে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ