ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

স্বর্ণের বাজারে লঙ্কাকাণ্ড: ইতিহাসে প্রথমবার ২ লাখ ২২ হাজার টাকা ছাড়াল ভরি

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৩ ০৯:৪৯:০৩
স্বর্ণের বাজারে লঙ্কাকাণ্ড: ইতিহাসে প্রথমবার ২ লাখ ২২ হাজার টাকা ছাড়াল ভরি

দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছেছে। নতুন করে দাম বৃদ্ধির ফলে এখন থেকে এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২২ হাজার টাকারও বেশি, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের নতুন এক রেকর্ড। সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

কবে থেকে এই দাম কার্যকর?

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্ধিত এই দর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হতে যাচ্ছে। মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্থিরতা ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার কারণেই এই মূল্য সমন্বয়ের পথে হেঁটেছে সমিতি।

কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি?

প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম বর্তমানে রেকর্ড গতিতে বাড়ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বিশ্ববাজারের এই বড় প্রভাবই দেশের স্থানীয় মার্কেটে স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী স্বর্ণের হালনাগাদ দর

বাজুসের নতুন তালিকা অনুযায়ী, মানভেদে স্বর্ণের দামগুলো এখন নিম্নরূপ:

২২ ক্যারেট (সেরা মান): ২ লাখ ২২ হাজার ০৮৩ টাকা (ভরি)।

২১ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা (ভরি)।

১৮ ক্যারেট: ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা (ভরি)।

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা (ভরি)।

রুপার দামেও বড় পরিবর্তন

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও বড় ধরনের দাম বাড়ার খবর জানিয়েছে বাজুস। এক নজরে দেখে নিন রুপার বর্তমান বাজারদর:

২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা প্রতি ভরি।

২১ ক্যারেট রুপা: ৪ হাজার ৭২৪ টাকা প্রতি ভরি।

১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ০৮২ টাকা প্রতি ভরি।

সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ০৩৩ টাকা প্রতি ভরি।

অর্থনীতি সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে স্বর্ণের দামের এই উর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলে দেশের বাজারে তা আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ