ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৩ ০৯:৫৭:৫১
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে যাচ্ছে সিলেট নগরীর একাংশ। বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন এবং ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণের জন্য টানা ৯ ঘণ্টা সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফলে সকাল ৮টা থেকেই অন্ধকারে থাকবে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা।

কেন এই বিদ্যুৎ বিভ্রাট?

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর পক্ষ থেকে এক নোটিশে জানানো হয়েছে, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে এবং ট্রান্সফরমারের জরুরি মেরামতের জন্য এই সাময়িক বিরতি প্রয়োজন। সোমবার (২২ ডিসেম্বর) নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এই নির্দেশনায় স্থানীয়দের আগেভাগেই সতর্ক করা হয়েছে।

বিদ্যুৎহীন থাকবে যেসব জনপদ

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫টি ফিডারের আওতায় থাকা বাসিন্দারা বিদ্যুৎ পাবেন না। এলাকাগুলো এক নজরে দেখে নিন:

১. শিবগঞ্জ ও সংলগ্ন এলাকা: ১১ কেভি শিবগঞ্জ ও সেনপাড়া ফিডারের অধীনে থাকা শিবগঞ্জ, টিলাগড়, সেনপাড়া, ভাটাটিকর, সাদিপুর, গোপালটিলা, এমসি কলেজ ক্যাম্পাস, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়া।

২. রায়নগর ও সোনারপাড়া: ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার এবং খারপাড়া।

৩. কুমারপাড়া ও মিরাবাজার: ১১ কেভি কুমারপাড়া ফিডারের অধীনে থাকা যতরপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমি আগপাড়া এবং ঝেরঝেরিপাড়া।

৪. উপশহর ও পার্শ্ববর্তী এলাকা: ১১ কেভি উপশহর ফিডারের ব্লক এ, বি, সি ও ডি-সহ এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ ও সাদারপাড়া।

আগেভাগেই ফিরতে পারে বিদ্যুৎ

বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি বিকেল ৫টার আগেই সংস্কার সম্পন্ন হয়, তবে তাৎক্ষণিকভাবে পুনরায় সংযোগ সচল করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এই দীর্ঘ সময়ের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। দিনের বেলা এই লোডশেডিংয়ের কারণে নাগরিক জীবনে যে প্রভাব পড়বে, তা বিবেচনায় নিয়ে নগরবাসীকে ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ