ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ২১:৫৬:০১
দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

বছরের শেষ দিনে এসে শীতের তীব্র কামড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশ। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে কনকনে ঠান্ডা হাওয়া, যা স্থবির করে দিয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দিনের বড় একটা সময় দেখা মিলছে না সূর্যের। আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের অন্তত ২১টি জেলায় একযোগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

গোপালগঞ্জে আজ পারদ নামল ৭.৫ ডিগ্রিতে

বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবু সুফিয়ান গণমাধ্যমকে জানান, আজ ভোর ৬টায় এই অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ থাকায় শীতের তীব্রতা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ এই হাড়কাঁপানো ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন।

ফিরে দেখা: অতীতের হাড়কাঁপানো শীতের পরিসংখ্যান

বর্তমানে দেশে যে শীত অনুভূত হচ্ছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়েছে বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তরের নথিপত্র ঘেঁটে দেখা যায়, দেশের ইতিহাসের চরম শীতল দিনগুলো ছিল নিম্নরূপ:

১৯৯৬ ও ২০০৩: ১৯৯৬ সালে দিনাজপুরে পারদ নেমেছিল ৩ দশমিক ৮ ডিগ্রিতে। এর কয়েক বছর পর ২০০৩ সালের ৯ জানুয়ারি রাজশাহীতে রেকর্ড করা হয় ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

২০১১ থেকে ২০১৭: ২০১১ সালের ১২ জানুয়ারি যশোরে ৪ দশমিক ৫ ডিগ্রি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি সৈয়দপুরে ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া ২০১৭ সালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস।

২০১৮: বাংলাদেশের ইতিহাসের শীতলতম বছর

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০১৮ সালে শীতের দাপট ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছরের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল মাত্র ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এ যাবৎকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার জাতীয় রেকর্ড। একই দিনে সৈয়দপুরে ২ দশমিক ৯ ডিগ্রি, ডিমলায় ৩ ডিগ্রি, রাজারহাটে ৩ দশমিক ১ ডিগ্রি এবং দিনাজপুরে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেদিন রংপুর বিভাগের আটটি জেলার প্রতিটিতেই তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে অবস্থান করছিল।

দীর্ঘদিনের রেকর্ড ও ২০১৯ সালের চিত্র

বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল অনেক আগে, ১৯৬৮ সালে। সে বছর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারদ ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এছাড়া নিকট অতীতে ২০১৯ সালে তেঁতুলিয়ায় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শীতের এই ভয়াবহতা জনজীবনে যে প্রভাব ফেলছে, তা কাটিয়ে উঠতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের এই ধারা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আল-মামুন/

ট্যাগ: আজকের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের শীতের খবর Bangladesh weather news Lowest temperature in Bangladesh today বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত গোপালগঞ্জের আজকের তাপমাত্রা দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ আবহাওয়ার খবর আজকের বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড শীতের রেকর্ড কত শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ১৯৬৮ ২০১৮ সালের সর্বনিম্ন তাপমাত্রা হাড়কাঁপানো শীতের খবর শৈত্যপ্রবাহের সর্বশেষ আপডেট কুয়াশার খবর আজকের আবহাওয়া অধিদপ্তর ঢাকা শীতের দাপট ও শৈত্যপ্রবাহ ৩১ ডিসেম্বরের আবহাওয়ার খবর দেশের শীতলতম স্থান কোনটি শীতের অতীতের সব রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি Bangladesh weather update today Gopalganj minimum temperature record Cold wave in Bangladesh 2025 Lowest temperature record in Bangladesh history Tetulia lowest temperature 2.6 Sreemangal lowest temperature record Coldest day in Bangladesh history Minimum temperature in 21 districts Weather report of Bangladesh Bangladesh winter records Lowest temperature list in Bangladesh Severe cold wave in Bangladesh Bangladesh meteorological department update Record breaking cold in Bangladesh Fog weather update Bangladesh Coldest year in Bangladesh Temperature in North Bengal

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ