ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

সালাহকে কাঁদিয়ে আফকন ফাইনালে সাদিও মানের সেনেগাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৫ ১০:৫৫:৩৪
সালাহকে কাঁদিয়ে আফকন ফাইনালে সাদিও মানের সেনেগাল

আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও শেষ হাসি হাসলেন সাদিও মানে। লিভারপুলের সাবেক সতীর্থ মোহামেদ সালাহকে বিষাদে ডুবিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। বুধবার রাতে প্রথম সেমিফাইনালে মিশরকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল সেনেগালিজরা।

মরক্কোর মাটিতে সেনেগালের জয়জয়কার

মরক্কোর টাঙিয়ের গ্র্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় সেনেগাল। ২০২১ সালের ফাইনালে টাইব্রেকারে মিশরকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিল তারা। এবার আর ভাগ্য নির্ধারণী পেনাল্টি পর্যন্ত ম্যাচ গড়াতে দেয়নি মানে-বাহিনী। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণ—সবক্ষেত্রেই সালাহদের কোণঠাসা করে রাখে সেনেগাল। টুর্নামেন্টের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিশর পুরো ম্যাচে স্রেফ একবারই প্রতিপক্ষের গোলমুখে পরীক্ষার সৃষ্টি করতে পেরেছিল।

সেই চিরচেনা সাদিও মানে

প্রথমার্ধে মিশর কোনোমতে রক্ষণ সামলে রাখলেও ৭৮তম মিনিটে তাদের দুর্গ ভেঙে দেন সাদিও মানে। লামিনে কামারার একটি শট মিশরের রক্ষণভাগে বাধা পেয়ে মানের পায়ে আসলে, ডি-বক্সের বাইরে থেকে প্রায় ২০ গজ দূর দিয়ে বিদ্যুৎগতির এক নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এটি সেনেগালের জার্সিতে ১২৫ ম্যাচে মানের ৫৩তম গোল। চলতি আসরে এটি তার দ্বিতীয় শিকার।

স্বপ্নভঙ্গ মোহামেদ সালাহর

পুরো টুর্নামেন্টে চার গোল করে ছন্দে থাকলেও সেমিফাইনালের গুরুত্বপূর্ণ রাতে ম্লান ছিলেন মোহামেদ সালাহ। মিশরের জার্সিতে একটি আন্তর্জাতিক ট্রফি জেতার যে তীব্র আকাঙ্ক্ষা তার ছিল, তা আরও একবার অপূর্ণই রয়ে গেল। ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+৫ মিনিটে) ওমর মার্মাউশ সমতায় ফেরার একটি দারুণ সুযোগ পেলেও সেনেগালিজ গোলরক্ষকের দক্ষতায় তা ভেস্তে যায়।

পরিসংখ্যান ও ফাইনালের সমীকরণ

মাঠের লড়াইয়ে সেনেগালের একচ্ছত্র আধিপত্য ফুটে উঠেছে পরিসংখ্যানেও। প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছিল তারা। মিশরের গোল লক্ষ্য করে তারা ১২টি শট নিলেও মিশর নিতে পেরেছে মাত্র ৩টি।

গত চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে ওঠা সেনেগালের সামনে এবার স্বাগতিক মরক্কোর চ্যালেঞ্জ। অন্য সেমিফাইনালে নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। আগামী রোববার দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী মহাযুদ্ধে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ