ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

টানা ৪ দিনের ছুটি ঘোষণা করলো সরকার

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২২ ১৬:৪০:২৭
টানা ৪ দিনের ছুটি ঘোষণা করলো সরকার

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভোট প্রদান ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটির আমেজ চলবে সাপ্তাহিক ছুটি পর্যন্ত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সাধারণ ছুটি ও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচনের আগে সাধারণ ছুটির একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাচনের কারণে এমনিতেই ছুটি। ফলে টানা দুই দিনের সরকারি ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। সব মিলিয়ে টানা চার দিনের ছুটিতে থাকবে দেশ।

শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বাড়তি সুযোগ

শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। প্রেসসচিব জানান, দেশের শিল্পাঞ্চলগুলোতে নিয়োজিত শ্রমিকরা যেন সময়মতো গ্রামের বাড়িতে পৌঁছে ভোট দিতে পারেন, সেজন্য তাদের ছুটি একদিন আগে শুরু হবে। শিল্প কারখানার শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

একনজরে ছুটির ক্যালেন্ডার:

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি শুরু।

১১ ফেব্রুয়ারি (বুধবার): সারাদেশে সাধারণ ছুটি।

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): নির্বাচনের দিন (সাধারণ ছুটি)।

১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক ছুটি।

কেন এই দীর্ঘ ছুটি?

মূলত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। অনেক ভোটার কর্মস্থল থেকে দূরে গিয়ে ভোট দেবেন, তাই তাদের যাতায়াতের সুবিধার্থে এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এই বাড়তি ছুটির ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বর্তমান সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

আল-মামুন/

ট্যাগ: টানা ৪ দিনের ছুটি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের ছুটি Bangladesh Election Holiday 2026 ৪ দিনের ছুটি ঘোষণা সাধারণ ছুটি ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ছুটির খবর শিল্পাঞ্চলে ২ দিন ছুটি পোশাক শ্রমিকদের নির্বাচনের ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি গার্মেন্টসে নির্বাচনের ছুটি কবে শ্রমিকদের জন্য সাধারণ ছুটি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সংবাদ সম্মেলন শফিকুল আলমের ঘোষণা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছুটি ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা ২০২৬ নির্বাচনে কতদিন ছুটি থাকবে ১১ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি নির্বাচনের ছুটি কবে থেকে শুরু টানা ৪ দিনের ছুটি কবে Election holiday 2026 4 days public holiday for election 13th National Election holiday General holiday 11 February Election day holiday Bangladesh Shafiqul Alam press secretary announcement Industrial workers election holiday 10 and 11 February holiday Factory holiday for BD election RMG sector election holiday BD Election holiday news Consecutive 4 days holiday in Bangladesh Public holiday announcement today Election schedule and holiday Bangladesh

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ