Alamin Islam
Senior Reporter
রিয়ালের সামনে ফের সেই বেনফিকা, প্লে-অফে মুখোমুখি পিএসজি-মোনাকো
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষে এবার শুরু হচ্ছে নক-আউট পর্বের মহারণ। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন একাধিক হাইভোল্টেজ ম্যাচ। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার দ্বৈরথ।
রিয়ালের সামনে প্রতিশোধের সুযোগ
লিগ পর্বের শেষ মুহূর্তের নাটকীয়তায় সরাসরি শেষ ১৬-তে জায়গা করে নিতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। হোসে মরিনিওর বেনফিকার বিপক্ষে ড্র বা জয় পেলেই সেরা আটে থাকা নিশ্চিত ছিল লস ব্লাঙ্কোসদের। কিন্তু যোগ করা সময়ে বেনফিকার করা সেই এক গোল ওলটপালট করে দেয় সব সমীকরণ। ওই এক গোলে বেনফিকা নিশ্চিত করে ২৪তম স্থান, আর রিয়ালকে নেমে যেতে হয় টেবিলের নবম স্থানে। ভাগ্যের নির্মম পরিহাসে, প্লে-অফের সেই ভাগ্য নির্ধারণী ড্রয়ে আবারও রিয়ালের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে বেনফিকা। রিয়ালের সামনে এটি যেমন প্রতিশোধের সুযোগ, বেনফিকার জন্য তেমনি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের নতুন চ্যালেঞ্জ।
ফরাসি দ্বৈরথে পিএসজি ও মোনাকো
এবারের ড্রয়ের অন্যতম বড় আকর্ষণ হলো লিগ আঁ-র দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোনাকো ও পিএসজির মুখোমুখি হওয়া। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে এবার একে অপরের মুখোমুখি হবে ফরাসি ফুটবলের এই দুই পরাশক্তি। ঘরোয়া লিগের রেষারেষি এবার আছড়ে পড়বে চ্যাম্পিয়নস লিগের আঙিনায়।
প্লে-অফ পর্বের পূর্ণাঙ্গ সূচি
নবম থেকে ২৪তম স্থান পর্যন্ত থাকা মোট ১৬টি দল দুই লেগের এই প্লে-অফে লড়াই করবে। ড্র অনুযায়ী যারা একে অপরের মুখোমুখি হচ্ছে:
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
মোনাকো বনাম পিএসজি
কারাবাগ বনাম নিউক্যাসল
বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান
গালাতাসারাই বনাম জুভেন্টাস
ডর্টমুন্ড বনাম আতালান্তা
ক্লাব ব্রুগা বনাম আতলেতিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস বনাম লেভারকুসেন
ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন ম্যাচের তারিখ
নক-আউট পর্বের লড়াই শুরু হবে ফেব্রুয়ারি মাসে। প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এরপর ক্লাবগুলোর ভাগ্য চূড়ান্ত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় লেগের ম্যাচের মাধ্যমে। দুই লেগ মিলিয়ে যারা এগিয়ে থাকবে, তারাই সরাসরি নাম লেখাবে টুর্নামেন্টের শেষ ষোলোতে।
চ্যাম্পিয়নস লিগের এই নতুন ফরম্যাটে প্লে-অফের প্রতিটি ম্যাচই এখন ফুটবল বিশ্বের নজরে। রিয়াল কি পারবে তাদের হৃত গৌরব উদ্ধার করতে, নাকি বেনফিকা আবারও চমকে দেবে বিশ্বকে—তা দেখতে মুখিয়ে আছে ভক্তরা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মুনাফায় চমক দেখালো কপারটেক: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সোনালী পেপার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ: ইপিএস ও ক্যাশফ্লোতে বড় পরিবর্তন
- শবে বরাতের রোজা কবে কখন? জানুন ২০২৬ সালের সঠিক তারিখ ও সময়সূচি
- মুনাফায় বড় উল্লম্ফন জিবিবি পাওয়ারের: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ওয়াটা কেমিক্যালস: মুনাফায় বিশাল লাফ, দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্ট ও ইন্দো-বাংলাসহ ৫ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬)
- সায়হাম কটন মিলস: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মা: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আফতাব অটো: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের নতুন মিশন শুরু
- মতিন স্পিনিং: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বড় প্রবৃদ্ধিতে স্কয়ার ফার্মা: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালস: দ্বিতীয় প্রান্তিকের আর্থিক চিত্র প্রকাশ