ভারতীয় ক্রিকেটারকে মিথ্যাচার করলেন পাকিস্তানি ওপেনার

গত বছর ক্রিকেটে পাকিস্তান দলে ঠাঁই না পেয়ে রাগে-ক্ষোভে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশটির ঘরোয়া লিগের এই দুর্দান্ত পারফরমার, যা ছিল সেই সময়ের আলোচিত ঘটনা।
এক বছর পর পাক প্যাশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, যুক্তরাষ্ট্রে ভালোই ক্রিকেট খেলছেন তিনি। এখন তার মতোই পাকিস্তানের আরও ১০০ ক্রিকেটার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান। ওই ১০০ জনের সঙ্গে আসলাম ভারতেরও কয়েকজনের নাম বলেন।
তারা হলেন— ভারতের তিন সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার উন্মুক্ত চাঁদ, হারমিত সিং ও স্মিত প্যাটেল।
তবে সামি আসলামের এই দাবি প্রত্যাখ্যান করেছেন উন্মুক্ত চাঁদ। যুক্তরাষ্ট্র প্রবাসী এই পাক ওপেনার মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন তিনি।
অবশ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণ করে এসেছেন চাঁদ। সেই প্রসঙ্গ টেনেই চাঁদের যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার পরিকল্পনার কথা জানান সামি আসলাম।
সামি মিথ্যাচার করছেন উল্লেখ করে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে চাঁদ বলেন, ‘হ্যাঁ, আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তা সত্য। কিন্তু সেটি ছিল আত্মীয়ের সঙ্গে দেখা করতে। সেখানে ক্রিকেটে ক্যারিয়ার গড়তে নয়। সেখানে এক-দুদিন ক্রিকেট খেলেছি স্রেফ অনুশীলনের জন্যই। এটি আমার অবসর যাপনের একটা ভ্রমণ ছিল মাত্র। আমেরিকার ক্রিকেটে নাম লেখানোর মতো কিছুই হয়নি সেখানে।’
উল্লেখ্য, ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশ হয়ে গত বছর যুক্তরাষ্ট্র চলে যান ২৫ বছর বয়সি ওপেনার সামি আসলাম।
সেই সময় পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে সাউদার্ন পাঞ্জাবের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি চার সেঞ্চুরি আর ৭৮ গড়ে ৮৬৪ রান করে টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
আর সেই মৌসুমেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় দলটির হেড কোচ আবদুল রেহমান।
এর পরও জাতীয় দলে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন সামি। কিন্তু এর পর নিউজিল্যান্ড সফরে ৩৫ জনের দলেও জায়গা না পেয়ে তার সেই স্বপ্ন ভেঙে যায়।
দলের ওপেনিংয়ে আবিদ আলি আর শান মাসুদের জায়গা হলেও ব্যাকআপ অপশন হিসেবেও বেছে নেওয়া হয়নি তাকে।
এতে রাগে-ক্ষোভে ও হতাশ হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সামি আসলাম।
প্রসঙ্গত জাতীয় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে সামি আসলামের। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে পাকিস্তানের সাদা জার্সিতে ১৩টি টেস্ট খেলেছেন তিনি। খেলেছেন ৪টি ওয়ানডেও। টেস্টে ৩১-এর ওপর গড় তাকে বলতে গেলে প্রথম পছন্দের ওপেনারই বানিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎই ছিটকে পড়েন।
আপার জন্য বাছই করা কিছু নিউজ
- বাংলাদেশে১৮, ২১ ও২২ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য
- আজ বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- জ্বালানি তেলে সুখবর: মে মাসে কমলো ডিজেল ও পেট্রোলের দাম
- ৬৯০ টাকায় সাড়ে ১২ কেজির এলপি গ্যাস, কেন পাচ্ছে না সাধারণ মানুষ?
- ৯ দিনে সোনার দাম কমলো ২৯০ ডলার
- সকালে ভেজানো কিসমিস খাওয়ার চমকপ্রদ ৭টি উপকার
- অভিনেতা সিদ্দিককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল কর্মীরা
- বাংলাদেশে আজকের সোনার দাম ও রুপার বাজার মূল্য
- ২ ধরনের শরিক নিলে কোরবানি কবুল হবে না!
- স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে? বিশ্ববাজারের পরবর্তী পদক্ষেপ
- ৪১ কোম্পানির ইপিএস প্রকাশ: লাভবান ও ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকা
- ৬ ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, কারা কত শতাংশ দিচ্ছে
- ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ: কার আয় বাড়ল, কে পড়ল লোকসানে
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- গুজবের ফাঁদে শেয়ারবাজার: জুয়াড়ি চক্রের নতুন কৌশল