
MD. Razib Ali
Senior Reporter
কোন দলকে সাপোর্ট করেন? অবশেষে মুখ খুললেন পিনাকি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে নিজের স্বতন্ত্র অবস্থান ও বক্তব্যের জন্য পরিচিত পিনাকি ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং থাকতেও চান না। নিজের রাজনৈতিক দর্শনের বিষয়ে তিনি বলেন, "আমি স্বাধীনচেতা মানুষ, আমি কোনো দলীয় বাধা-বিঘ্নে পড়ে নিজের মতপ্রকাশ করতে চাই না।"
পিনাকি ভট্টাচার্য বলেন, "আমি যখন বুঝেছি, বাংলাদেশের রাজনীতিতে দলীয় কাঠামো মানুষের স্বাধীন মত প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়, তখনই সিদ্ধান্ত নিয়েছি কোনো দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হব না।" তিনি মনে করেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলার স্বাধীনতা না থাকলে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অর্থ থাকে না।
‘বিপ্লবই ছিল লক্ষ্য’
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পিনাকি ছিলেন সবচেয়ে আলোচিত মুখগুলোর একটি। অনেকে মনে করেন, তিনি সেই অভ্যুত্থানের অন্যতম ‘স্থপতি’। যদিও তিনি এ বিষয়ে বলেন, "কেউ যদি প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ ‘অ্যাসাইন’ করেছিল, সেটা হাজির করুক। আমি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি, শেখ হাসিনার সরকারের উৎখাতের জন্য মাঠে আছি। এটা হঠাৎ করে আসা কোনো পরিকল্পনা নয়।"
তিনি বলেন, হেফাজতে ইসলামের ওপর ‘গণহত্যা’ ও সেটির আন্তর্জাতিকভাবে অস্বীকৃত থাকা ছিল তার জন্য চরম হতাশার বিষয়। এই ঘটনার পর থেকেই তিনি বুঝতে পারেন, বাংলাদেশে একটি ইসলামবিরোধী রাজনৈতিক-সাংস্কৃতিক প্রবাহ সক্রিয়। পিনাকির ভাষায়, "এই ইসলামফোবিক রাজনীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট।"
‘আমি আদর্শবাদী নই’
নিজেকে ‘আদর্শবাদী’ বলতে অনিচুক পিনাকি বলেন, "রাজনীতিতে আদর্শ অনেক সময় ফ্যাসিবাদে রূপ নেয়। আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে দমন করার প্রবণতা তৈরি হয়। আমি চাই মানুষের স্বাধীন মত, মুক্ত রাজনীতি।"
এনসিপি ও বর্তমান সরকার নিয়ে দৃষ্টিভঙ্গি
গণঅভ্যুত্থানের পর গঠিত ‘আন্তর্বর্তীকালীন সরকার’কে তিনি ‘আধা-বিপ্লবী’ সরকার বলে আখ্যা দেন। পিনাকি বলেন, “সরকারের কিছু ভালো উদ্যোগ আছে, কিছু ব্যর্থতাও আছে। তবে একে একেবারে খারিজ করে দেওয়া ঠিক হবে না।”
নতুন দল এনসিপি সম্পর্কে তিনি বলেন, “এনসিপি’র মধ্যে জাসদের মতো বিপ্লবী জোশ নেই। তাদের মধ্যে নেতৃত্ব, সংগঠন ও রাজনৈতিক কর্মসূচির ঘাটতি আছে। ভবিষ্যৎ নির্ভর করছে তারা কোন পথে হাঁটে তার ওপর।”
ভবিষ্যতের রাজনীতিতে পিনাকি?
রাজনীতিতে সক্রিয় থাকলেও নিজস্ব দল গঠনের বিষয়ে আপাতত কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনি তার অবস্থান, বক্তব্য ও জনপ্রিয়তা দিয়ে ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন।
বাংলাদেশে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, আদর্শবিরোধ ও দলীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য যে কণ্ঠ তুলে ধরেছেন, তা একদিকে যেমন সমর্থকদের অনুপ্রাণিত করছে, অন্যদিকে বিরোধীদের ভীতও করছে। তার এই অবস্থান রাজনীতির ‘প্রথাগত মানচিত্রে’ নতুন এক বিকল্প চিন্তার জন্ম দিচ্ছে — এক স্বাধীনচেতা মানুষের রাজনীতি।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- ফাফ ডু প্লেসির ডাবল সেঞ্চুরি রেকর্ডে কাঁপছে ক্রিকেট বিশ্ব
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন সময় সূচি
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক