ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-শ্রীলঙ্কার অতীত পরিসংখ্যান দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২১ মে ১৮ ১৫:২১:০৬
বাংলাদেশ-শ্রীলঙ্কার অতীত পরিসংখ্যান দেখে নিন

উল্লেখ্য এর আগে বাংলাদেশের মাটিতে দুটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল লঙ্কানরা। আর এই দুই সিরিজেই টাইগারদের পরাস্ত করেছিল শ্রীলঙ্কার ক্রিকেট টিম।

তবে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ এখন প্রভূত উন্নতি করেছে। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে প্রত্যাবর্তন ঘটেছে বিশ্ব শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসানের। ফলত এবারে লঙ্কানদের কাজ সহজ হবে না তা বলাই বাহুল্য। আসুন এবার একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ গুলোর পরিসংখ্যানগত খুঁটিনাটি।

একদিনের ক্রিকেটে ৪৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। যার মধ্যে ৩৯ বার জয়ের মুখ দেখেছে লঙ্কান বাহিনী। ৭ বার জয় পেয়েছে টাইগারা। বাকি ২টি ম্যাচের কোনও ফলাফল হয়নি।

বাংলাদেশের মাটিতে ১৭টি ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ক্ষেত্রেও লঙ্কানদের জয় জয়কার অব্যাহত। ১৩ বার লঙ্কানদের কাছে হারের মুখ দেখেছে বাংলাদেশ। ৪ বার জয় ঘরে তুলেছে বাংলাদেশ।

উল্লেখ্য ২০০৬ এবং ২০১৪ সালে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ২০০৬ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের কাছে ১-২ এ সিরিজ হারতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৪ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শাকিবদের হোয়াইটওয়াশ করেছিল‌ লঙ্কান সিংহরা।

আজকের দিন পর্যন্ত মোট ৮টি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। যেখানে একটি বারও সিরিজ জিততে পারেননি বাংলাদেশ। ৬ বার সিরিজ জিতেছে লঙ্কানরা। ২০১৩ এবং ২০১৭ সালে ২বার সিরিজ ড্র হয়।

প্রসঙ্গত আগামী ২৩শে মে মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দিন রাতের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা।

আপার জন্য বাছই করা কিছু নিউজ