ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এই মাত্র শেষ হলো মিরাজের খেলাঘর ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার খেলা, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ জুন ০২ ১৩:২৫:২৮
এই মাত্র শেষ হলো মিরাজের খেলাঘর ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার খেলা, দেখেনিন ফলাফল

মিরপুরে এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে দোলেশ্বর। দলটির হয়ে ঝড়ো শুরু করেন ওপেনার ইমরান উজ জামান। ১৭ বলে ৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার ফজলে মাহমুদ করেন ২২ বলে মাত্র ১৪ রান। এছাড়াও সাইফ ২৮(৩৩) ও শামিম ১৬(১২) রান করেন।

জবাবে ব্যাটিংয়ে করতে নেমে ১৫ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে খেলাঘর। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফরহাদ হোসাইন। তিনি করেন ৩৫ বলে ৩৩ রান। বল হাতে উজ্জল হলেও ব্যাট হাতে কেবল ১২ রান করেই ফেরেন মিরাজ। শেষ দিকে দলের মান বাঁচিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসাইন। ১৯ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৭ রান করেন তিনি। এতেই ১৩০ রানে শেষ হয় খেলাঘরের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোরঃপ্রাইম দোলেশ্বর ১৪৯/৬(২০)ইমরান ৪০, সাইফ ২৮খালেদ ২/৩০, মাসুম ২/৩২, মিরাজ ১/৯

খেলাঘর ১৩০/১০(২০)রিশাদ ৩৭, ফরহাদ ৩৩ইনামুল জুনিয়র ২/২২, রেজাউর রহমান ২/২২

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ