ফোন কলে ছাড় পেলেন আবদুল হামিদ, হান্নান মাসউদের দাবি

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন মধ্যরাত। ঘড়ির কাঁটা ১১টার ঘরে। নীরবে সেখানে প্রবেশ করলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গন্তব্য—থাইল্যান্ড। উদ্দেশ্য—চিকিৎসা। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ যেন বদলে গেল চিত্রপট। শুরু হলো জল্পনা-কল্পনার নতুন অধ্যায়।
এনসিপি নেতা হান্নান মাসউদের দাবি, বিমানবন্দরে আবদুল হামিদকে আটকে দেওয়া হয়েছিল কিছু সময়ের জন্য। কিন্তু এরপরই মোড় নেয় নাটকীয় এক রূপে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হান্নান বলেন, “আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো।”
‘চুপ্পু’ নামে ইঙ্গিত করেছেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে।
এই ঘটনা প্রসঙ্গে হান্নান আরও লেখেন, “এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, না হয় নিজেরা সরে যান।”
অন্যদিকে বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আবদুল হামিদ। এর আগে ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পরই তাকে যাত্রার অনুমতি দেওয়া হয়।
পুলিশের বিশেষ শাখা (এসবি) বলছে, আবদুল হামিদের দেশত্যাগে কোনো আদালতের নিষেধাজ্ঞা ছিল না। কোনো গোয়েন্দা সংস্থাও আপত্তি তোলেনি। ফলে তাকে থামানোর প্রশ্নই ওঠে না।
তবে এতকিছুর পরও প্রশ্ন থেকেই যায়—যদি আইনি কোনো বাধা না থাকে, তবে হান্নান মাসউদ কীসের ভিত্তিতে এমন দাবি করছেন?
আবদুল হামিদের পরিবার জানিয়েছে, দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি থাইল্যান্ড গেছেন চিকিৎসা নিতে। তার সঙ্গে রয়েছেন শ্যালক ডা. নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ।
সাবেক রাষ্ট্রপতির এই ‘নাটকীয় যাত্রা’ ও এনসিপি নেতার পোস্ট রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারি কোনো দপ্তর এখনো এই ইস্যুতে মুখ খোলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’।
সত্যিই কি ফোন কলে পাল্টে যায় দেশের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সিদ্ধান্ত? নাকি এটি শুধুই রাজনৈতিক প্রচারণার অংশ? প্রশ্ন রয়ে গেল, উত্তর এখনো অস্পষ্ট।
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৯ দিনে সোনার দাম কমলো ২৯০ ডলার
- আজ থেকে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে? বিশ্ববাজারের পরবর্তী পদক্ষেপ
- ২ ধরনের শরিক নিলে কোরবানি কবুল হবে না!
- আজকে দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত
- গুজবের ফাঁদে শেয়ারবাজার: জুয়াড়ি চক্রের নতুন কৌশল
- বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হার, সিরিজ হেরে ফিরল বাংলাদেশ
- গুজব না সত্যি: মারা গেলেন হাসনাত আবদুল্লাহ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩ মে ২০২৫)
- এএসপি আত্মহত্যার আসল কারণ জানালেন তার ভাই
- বিমা খাতের শেয়ারহোল্ডারদের জন্য বড় সুখবর
- শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়লো বাংলাদেশ, দিলো বড় টার্গেট
- ডিভিডেন্ড কমালো ৪ ব্যাংক, বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত