
MD. Razib Ali
Senior Reporter
হামিদ রইলেন ধরা-ছোঁয়ার বাইরে, পিনাকী জানালেন ভেতরের কারণ

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি হামিদকে গ্রেপ্তার না করাকে ‘এলিট সেটেলমেন্টের’ অংশ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রবাসে অবস্থানরত সরকারবিরোধী কণ্ঠস্বর পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিস্তৃত পোস্টে তিনি দাবি করেন, হামিদকে মুক্তভাবে চলাফেরা করতে দেওয়া হয়েছে, কারণ এটি একটি পরিকল্পিত সমঝোতার ফসল।
পিনাকী লিখেছেন, “জোকার হামিদকে চলে যেতে দেয়া নিয়ে আমরা হইচই করতেছি, কিন্তু তারে এই নয়মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে দেয়া হইলো। আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয় নাই। সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত।”
তার দাবি, হামিদকে যদি রিমান্ডে নেওয়া হতো, তাহলে তিনি সবকিছু ‘গড়্গড় করে বলে দিতেন’। অথচ তাকে না ধরার মধ্যেই নিহিত রয়েছে একটি বড় ধরনের রাজনৈতিক সমঝোতা। পিনাকীর ভাষায়, “এইটাই বন্দোবস্ত। এইটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে ৫-৭ আগস্ট।”
তিনি আরও বলেন, এই এলিট সমঝোতা কারা করেছে, তা নিয়ে প্রশ্ন তুলে বিপ্লবী সরকার গঠনে ব্যর্থতার জন্য মূলত তিনটি স্তরের ব্যক্তিদের দায়ী করেন—ছাত্রনেতা, সিভিল সোসাইটি এবং রাজনৈতিক দলসমূহ। তার মতে, উপদেষ্টা নির্বাচনে নাহিদ, আসিফ ও মাহফুজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা সরকার গঠনের ক্ষেত্রে সঠিক নেতৃত্ব দিতে পারেননি।
তিনি সরাসরি উল্লেখ করেছেন, “এর প্রথম দায় ছাত্রদের, নাহিদ, আসিফ, মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভুমিকা রেখেছে উপদেষ্টা সিলেকশনে। এর পরের দ্বিতীয় দায় আসিফ নজরুলের। সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরের সিভিল সোসাইটির তরফ থেকে।”
এছাড়া, বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল যারা উপদেষ্টার নাম দিয়েছে, তাদেরও দায় রয়েছে বলে তিনি মত দিয়েছেন। বিশেষভাবে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে পিনাকী বলেন, “আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, শিরিন হক এবং সর্বোপরি প্রফেসর ইউনুস যিনি সবাইকে সিলেক্ট করছেন।”
সরকারে অনভিজ্ঞ ও অরাজনৈতিক উপদেষ্টাদের কারণে ভুলের পর ভুল হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পিনাকীর মতে, “রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইন্সটিটিউট। আপনারা উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক। রাজনীতির কিচ্ছু বুঝেন না। কিন্তু ভাব দুচানির বেলায় আম্বিয়া সবকয়টা।”
পোস্টের শেষদিকে পিনাকী দাবি করেন, “ড্যামেজ কন্ট্রোল” করতে হলে বর্তমান সরকারের উচিত অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া।
পিনাকীর প্রস্তাব:
১. প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার
২. জনগণের কাছে ক্ষমা প্রার্থনা
৩. রাজনীতিবিদদের নেতৃত্বে একটি প্রকৃত সরকার গঠন
পিনাকী ভট্টাচার্যের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসী বলেছেন, কেউ কেউ এটিকে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর হিসেবে দেখছেন।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৯ দিনে সোনার দাম কমলো ২৯০ ডলার
- আজ থেকে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে? বিশ্ববাজারের পরবর্তী পদক্ষেপ
- ২ ধরনের শরিক নিলে কোরবানি কবুল হবে না!
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত
- আজকে দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- গুজবের ফাঁদে শেয়ারবাজার: জুয়াড়ি চক্রের নতুন কৌশল
- শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হার, সিরিজ হেরে ফিরল বাংলাদেশ
- বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- গুজব না সত্যি: মারা গেলেন হাসনাত আবদুল্লাহ
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩ মে ২০২৫)
- এএসপি আত্মহত্যার আসল কারণ জানালেন তার ভাই
- বিমা খাতের শেয়ারহোল্ডারদের জন্য বড় সুখবর
- শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়লো বাংলাদেশ, দিলো বড় টার্গেট
- ডিভিডেন্ড কমালো ৪ ব্যাংক, বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত