ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

বিশ্ব সেরা পাঁচ ক্রিকেটারের নাম জানালেন রশিদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১২ ১৯:২৭:২৫
বিশ্ব সেরা পাঁচ ক্রিকেটারের নাম জানালেন রশিদ

সম্প্রতি আইসিসির এক ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টির সেরা পাঁচ ক্রিকেটারের নাম। নিজের পছন্দের ক্রিকেটারদের নাম জানাতে গিয়ে বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার কথা উল্লেখ করেছেন রশিদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫২.৬৫ গড়ে সর্বোচ্চ তিন হাজার ১৫৯ রান করেছেন কোহলি। সব ধরনের টি-টোয়েন্টিতে অন্তত একশ’ ম্যাচ খেলেছেন বেশি গড় রেখেছেন এমন ব্যাটারদের মধ্যে কোহলির অবস্থান ১১তম। তাছাড়া যেকোনো উইকেটে রান করার সামর্থ্য থাকায় কোহলিকে নিজের পছন্দের টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় শীর্ষে রেখেছেন রশিদ।

সানরাইজার্স হায়দরাবাদে দীর্ঘদিন ধরে উইলিয়ামসনের সঙ্গে খেলে আসছেন রশিদ। ঠাণ্ডা মেজাজে খেলার পাশাপাশি, ভালো টাইমিং করতে পারা ও সুযোগ বুঝে বাউন্ডারি মারতে পারার দক্ষতা থাকায় উইলিয়ামসনে মুগ্ধ তিনি। তাছাড়া ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করায় উইলিয়ামসনকে পছন্দ রশিদের।

ধ্বংসাত্মক ব্যাটার হওয়ায় মিস্টার ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্সকে সেরা পাঁচে বেছে নিয়েছেন রশিদ। ভালো ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও বেশ খ্যাতি রয়েছে ডি ভিলিয়ার্সের। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ বার ম্যাচসেরা হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।

টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে মোট ৫৬৮টি ম্যাচ খেলেছেন পোলার্ড। এই ম্যাচগুলোতে ১৫২.৬২ স্ট্রাইকরেটে ১১ হাজার ২৩৬ রান করেছেন তিনি। বোলিংয়ে উইকেট নিয়েছেন ৩০০টি। এ ছাড়া ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় পোলার্ডকে অলরাউন্ডার হিসেবে বেছে নিয়েছেন রশিদ।

স্বল্প ওভারের ক্রিকেটে বিগত বছরগুলোতে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন হার্দিক। বড় রান তাড়া করে দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে তার। এসব কারণে নিজের পছন্দের ক্রিকেটারদের মাঝে হার্দিককেও রেখেছেন রশিদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ