ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সাকিব-আন্দ্রে রাসেলঃ দিল্লীর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে একাদশে যাকে চান গাম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ১১:১৭:৫০
সাকিব-আন্দ্রে রাসেলঃ দিল্লীর বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে একাদশে যাকে চান গাম্ভীর

এছাড়া ব্যাট হাতে শেষ ওভারে দলের জয়সূচক বাউন্ডারি হাঁকিয়ে ৬ বলে অপরাজিত ছিলেন ৯ রানে। ব্যাটে বলে এমন পারফরম্যান্সের পর সাকিবকে যেন পরবর্তী ম্যাচেও একাদশে রাখা হয় এমন বার্তা দিয়েছেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

নাইটদের সাবেক এই অধিনায়কের মতে আরব আমিরাতের উইকেটে সাকিবের বোলিং বেশ কার্যকর হচ্ছে দলের জন্য। সেই সাথে রাসেল শতভাগ ফিট না হওয়ায় তাকে একাদশের বাইরে রাখার পক্ষেও মত দেন গম্ভীর।

ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘’রাসেলকে শুধু তখনই দলে নেয়া হোক, যখন যে পুরোপুরি ফিট হবে। অন্যথায় আপনার কাছে সাকিব আছেই কাজ করে দেয়ার জন্য। বিশেষ করে এমন সব উইকেটে যেখানের আচরণ ভারত-বাংলাদেশের মতোই। সাকিব খুব ভালোভাবে জানে এখানে কীভাবে বোলিং করতে হয়।‘’

সাকিব আল হাসানকে মূলত একাদশের বাইরে রাখা হত টিম কম্বিনেশনের দোহাই দিয়ে। তবে এখন সাকিব যুক্ত হওয়াতেই বরং দল অধিক ভারসাম্যপূর্ণ হয়েছে এমনটা মনে করেন গৌতম গম্ভীর। দলের প্রয়োজনে সাত নম্বরে ফিনিশার হিসেবে সাকিব আল হাসানই সেরা পছন্দ হতে পারে এমনটা মনে করেন তিনি।

গম্ভীর আরও বলেন, ‘’আপনার দলে যখন পাঁচজন বিশেষজ্ঞ বোলার থাকে, তখন এমনিই ভারসাম্য চলে আছে। আপনার তিনজন কোয়ালিটি স্পিনার আছে, দুজন গতিময় পেসার আছে। পাশাপাশি ষষ্ঠ বোলার হিসেবে নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়াররাও আছেন। এছাড়া সাত নম্বরে সাকিব থাকা মানে ব্যাটিংটাও পরিপূর্ণ আছে।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ