ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

নারাইন আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পর বিশ্বকাপ দলে জায়গা নিয়ে যা বললেন পোলার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ১১:২৬:৪২
নারাইন আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পর বিশ্বকাপ দলে জায়গা নিয়ে যা বললেন পোলার্ড

এমন প্রশ্ন এড়িয়ে না গিয়ে জবাব দিয়েছেন তিনি। আপাতত নারাইনকে ছাড়াই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান তিনি। সেই সাথে শুধু নারাইন নয়, তার ফোকাস দলে থাকা বাকি ক্রিকেটারদের নিয়ে।

“নারাইনকে না রাখার বিষয়ে এরই মধ্যে ব্যাখ্যা দেয়া হয়েছে। এখন আমি যদি আরও কিছু বলি, তাহলে হয়তো সব ছড়িয়ে যাবে, যেমনটা নারিনের বোলিং ঘুরছে শারজাহর উইকেট। হয়তো পুরোপুরি ভিন্ন কোনো দিকেই চলে যাবে। আমরা এখন যে ১৫ জন আছি, তাদের দিকেই মনোযোগ দেয়া হোক। এটাই বেশি গুরুত্বপূর্ণ।”

নারাইনকে দলে নেওয়ার ইস্যু তৈরি হয়েছে প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট ও বল হাতে সমানতালে পারফরম্যান্সের পর। বিশ্বকাপ দলে নারাইনের জন্য জায়গা না হলেও নিজের বন্ধুকে বিশ্বসেরাদের কাতারেই রাখছেন এই ক্যারিবীয় অধিনায়ক।

“আমি এসব নিয়ে আর মন্তব্য করতে চাই। এই ইস্যুতে যথেষ্ট আলোচনা হয়েছে বলে মনে করি। আমার মনে হয় কর্তারা দলে তার না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন আমি তাকে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের আগে প্রথমে বন্ধু হিসেবে চিনি। আমরা একসাথে ক্রিকেট খেলে বড় হয়েছি। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।”

প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করার পেছনে বড় অবদান রয়েছে নারাইনের। বল হাতে চার উইকেট নিয়েছেন তিনি যার মধ্যে ছিল বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। এছাড়াও ব্যাট হাতেও বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার।

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

কাইরন পোলার্ড-(অধিনায়ক), নিকোলাস পুরান-(সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ