ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

তৃতীয় বারের ফাইনালে ওঠার লক্ষ্যে দিল্লির বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ১১:৪৫:২১
তৃতীয় বারের ফাইনালে ওঠার লক্ষ্যে দিল্লির বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কলকাতা

আজ দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলে তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই বার ফাইনালে উঠেছে কলকাতা। এখন পর্যন্ত ফাইনালে উঠে হারেনি কলকাতা। গৌতম গাম্ভীরের হাত ধরে ২০১২ এবং ২০১৪ আইপিএলের শিরোপা গড়ে তুলেছিল কলকাতা।

ওই দুই আসরে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা রাহাত সালে দিল্লি ক্যাপিটালসের সামনে। গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে শিরোপা হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস আরেকবার সুযোগ ফাইনালে ওঠার।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত (অধিনায়ক এবং উইকেট কিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস/টম কুরান, অক্ষর প্যাটেল, আর আশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্টে, আবেশ খান।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, দিনেশ কার্তিক (উইকেট কিপার), ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ