ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মেসিকে নিয়ে স্বপ্ন বিভর অ্যাটলেটিকো কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ১৪:৫৪:১৮
মেসিকে নিয়ে স্বপ্ন বিভর অ্যাটলেটিকো কোচ

বার্সার সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ছিলেন মেসি। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানান, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতির কারণে মেসির সাথে চুক্তিতে যাওয়া সম্ভব নয়। কাতালানদের এমন ঘোষণা খুশির খবর হয়ে আসে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির জন্য। শেষপর্যন্ত সবাইকে হতাশ করে বাজিমাত করেছে লিগ ওয়ানের ক্লাব পিএসজি। মেসির সাথে ফরাসি ক্লাবের চুক্তি হয় দুই বছরের।

তবে এতোদিন যে খবরটি জানা যায়নি তা হচ্ছে, মেসি ইস্যুতে লুইস সুয়ারেজের সাথে আলোচনা করেছেন সিমিওনি, ‘তখন মেসির সাথে বার্সেলোনার সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি সুয়ারেজকে কল দিয়ে জানতে চাইলাম মেসির সাথে চুক্তি করার সামান্যতম সম্ভাবনা আছে কি না। কিন্তু সেটা তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। প্যারিস সেন্ট জার্মেই স্পষ্টতই তার সাথে চুক্তির বিষয়ে আচ্ছন্ন ছিল।’

সিমিওনির মতে, সব সময় জিততে চায় এমন দলেই যাওয়া উচিত মেসির, ‘যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে মেসির কোথায় খেলা উচিত, তাহলে আমি বলব, যে দলটা সব সময় জিততে মরিয়া থাকে। যারা জানে জেতার জন্য কী করতে হবে। সে কেমন খেলেছে এটা কোনো বিষয় না। দল জেতার জন্য প্রস্তুত কি না সেটাই আসল কথা। তাকে নিয়ে ভাবার দরকার নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ