ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বার্সা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ১৫:২২:২৬
একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বার্সা

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গত ১১ অক্টোবর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে উরুগুয়ে। লিওনেল মেসির দলের কাছে ৩-০ গোলে হারার ম্যাচে হ্যাস্ট্রিংয়ের চোটে পড়েন আরাহো। চোটের পরিমাণ নির্ণয় করার জন্য পরীক্ষা করাতে হবে এই সেন্টার ব্যাককে।

নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বার্সা লিখেছে, ‘উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মেডিকেল বিভাগ থেকে পরিচালিত পরীক্ষাগুলো নিশ্চিত করেছে যে, রোনাল্ড আরাহো রোববার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।’

রোনাল্ড কোম্যানের পছন্দের তালিকায় থাকার কারণে চলতি মৌসুমের শুরু থেকেই বার্সার একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন আরাহো। চোটের কারণে তাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে এখনই কোনো ধারণা করা যাচ্ছে না। বার্সার হেড কোচ চাইবেন, যেন দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারেন আরাহো।

অনেক হতাশার মাঝে সুখবরও আছে বার্সার জন্য। চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন দুই তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো ও উসমান ডেম্বেলে। অনুশীলনে ফিরলেও এখনই ম্যাচ খেলা হচ্ছে না আগুয়েরো ও ডেম্বেলের। এজন্য চিকিৎসকের ইতিবাচক সাড়ার অপেক্ষা করতে হবে এই দুজনকে।

লা লিগায় টেবিলের নয়ে আছে বার্সা। সাত ম্যাচে তিন জয়, সমান হার এবং এক ড্রয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। বিপরীতে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে উভয়টিতেই পরাজয় সঙ্গী হয়েছে দুইবারের হেক্সা জয়ীদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ