ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফাইনাল উঠতে কলকাতার সামনে সহজ লক্ষ্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৩ ২১:৫৭:৪৯
ফাইনাল উঠতে কলকাতার সামনে সহজ লক্ষ্য

চেন্নাইয়ের কাছে হারটা দিল্লির কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সেই ধাক্কা কাটাতে তারা হয় ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। না হলে আত্মবিশ্বাসে চিড় ধরলে কিন্তু ব্যাকফুটে থাকবে তারা। নাইট রাইডার্সের ক্ষেত্রে আবার উল্টো বিষয়। জিতে তারা আত্মবিশ্বাসে টগবগ করছে। তবে আত্মবিশ্বাসের জায়গায় যদি আত্মতুষ্টি কাজ করে, তা হলে কিন্তু চাপে পড়তে হবে কলকাতার টিমকে।

শেষ ওভারে শিবম মাভি ১৫ রান দিয়ে বসে থাকলেন। তাতে দিল্লির স্কোর এক লাফে ১২০ থেকে ১৩৫ রানে পৌঁছে যায়। ২৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেন শ্রেয়স আইয়ার। শিখরের ৩৬ আর আইয়ারের ৩০ বাদ দিলে টিমের বাকিরা কেউ ২০-র গণ্ডিই টপকাতে পারেননি। ২ উইকেট নিয়েছেন বরুণ এবং ১টি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন এবং শিবম মাভি। কলকাতাকে ১৩৬ রান করতে হবে। লক্ষ্যটা কিন্তু খুব কঠিন, এমনটা নয়।

১৭ নম্বর ওভারে প্রাণ ফিরে পেয়ে ১৮ নম্বর ওভারে দু'টি ছক্কা হাঁকান হেটমায়ার। অবশেষে ১০ বে ১৭ রান করে রানআউট হলেন হেটমায়ার। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান দিল্লির। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (২৩ বলে ১৭ রান) এবং অক্ষর প্যাটেল (২ বলে ২ রান)।

আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। লং অনে শুভমন গিল ক্যাচও ধরেছিলেন। ক্যাচ আউট হওয়ায় সোজা মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তার পর দেখা যায়, বরুণ চক্রবর্তীর বলটি ছিল আসলে নো-বল। প্রাণে বাঁচলেন হেটমায়ার। সঙ্গে ফ্রি-হিট পেল দিল্লি। ১৭ ওভারে ৪ উইকেটে ৯৯ রান দিল্লির।

৬ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন পন্ত। লকি ফার্গুসনের বলে ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠি। ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯০ রান দিল্লির।

শিখর ধাওয়ানকে ফেরালেন বরুণ চক্রবর্তী। এর আগে পৃথ্বীকে আউট করেছেন শিখর। ৩৯ বলে ৩৬ করে শাকিবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। পরিবর্তে নেমেছেন পন্ত। ১৫ ওভারে ৩ উইকেটে ৯০ রান দিল্লির।

মার্কাস স্টোইনিসকে বোল্ড করলেন শিবম মাভি। ২৩ বলে ১৮ রান করে আউট হন স্টোইনিস। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান দিল্লির। ৩৪ বলে ৩২ রান ধাওয়ানের। শ্রেয়স আইয়ারের ৩ বলে ২ রান।

১০ ওভারে ১ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ৬৫ রান। ক্রিজে রয়েছেন ধাওয়ান (৩০ বলে ২৯ রান) এবং স্টোইনিস (১৮ বলে ১৫ রান)। এখন যদি কেকেআর একটি ধাক্কা না দেয় দিল্লিকে, তা হলে কিন্তু চাপে পড়ে যেতে হবে মর্গ্যান ব্রিগেডকে।

৮ ওভারে ৫০ পার করে ফেলল দিল্লি। ১ উইকেট হারিয়ে তাদের সংংগ্রহ ৫২ রান। পৃথ্বীর উইকেট হারানোর পর একটু স্লো হয়ে গিয়েছে দিল্লি। তবে উইকেটে ধাওয়ান টিকে থাকলে, আর হাতে ওভার থাকলে যখন তখন স্কোরবোর্ডে রানের পাহাড় যোগ হতে পারে। ২২ বলে ২০ রান শিখর ধাওয়ানের। মার্কাস স্টোইনিস করেছেন ১৪ বলে ১১ রান।

পাওয়ার প্লে-তে মোট ১ উইকেট হারিয়ে ৩৮ রান হল। এই ওভারে লকি ফার্গুসন ৪ রান দিয়েছেন। ক্রিজে রয়েছেন স্টোইনিস (৫ বলে ৩ রান) এবং ধাওয়ান (১৯ বলে ১৭ রান)।

দুরন্ত ওভার বরুণের। ১ উইকেট নিয়েছেন। সঙ্গে মাত্র ২ রান দিয়েছেন। ক্রিজে রয়েছেন স্টোইনিস (৩ বলে ১ রান) এবং ধাওয়ান (১৫ বলে ১৫ রান)।

ধাওয়ান-পৃথ্বী জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বড় ধাক্কাটা দিলেন বরুণ চক্রবর্তী। পঞ্চম ওভারের প্রথম বলেই পৃথ্বীকে ফেরালেন বরুণ। ১২ বলে ১৮ করে এলবিডব্লিউ হন পৃথ্বী। পরিবর্তে নেমেছেন স্টোইনিস।

নারিনের এই ওভারে দু'টো ছক্কা হাঁকান শিখর ধাওয়ান। মোট ১৪ রান দেন নারিন। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান দিল্লির। পৃথ্বী শ' ১১ বলে ১৮ রান করেছেন। ১৩ বল খেলে ১৪ রান করেছেন ধাওয়ান।

তৃতীয় ওভারে শাকিব ১২ রান দিলেন। পৃথ্বী একটি ছয় এবং চার মারেন। দু'টি সিঙ্গল রান হয়েছে। পৃথ্বী শ' ১০ বলে ১৭ রান করেছেন। ৮ বল খেলে ১ রান করেছেন ধাওয়ান। ৩ ওভারে ১৮ রান দিল্লির।

লকি ফার্গুসন দ্বিতীয় ওভারে ৫ রান দিলেন। পৃথ্বী শ' ৫ বলে ৬ রান করেছেন। ৭ বল খেলে খাতা খোলেননি ধাওয়ান।

প্রথম ওভারে মাত্র ১ রান দিলেন শাকিব। বিশেষ সুবিধে করতে পারল না দিল্লি।

দিল্লির পৃথ্বী শ' এবং শিখর ধাওয়ান ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে শাকিব আল হাসান বল করছেন। কে জিতবে আজ?

শিখর ধাওয়ান, পৃথ্বী শ', শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটকিপার), সিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিক নরকিয়া, আবেশ খান।

শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ