ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সাকিব দলকে অনেক কিছু দিয়েছে, সে গুণী খেলোয়াড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৪ ১০:৩৩:৩৮
সাকিব দলকে অনেক কিছু দিয়েছে, সে গুণী খেলোয়াড়

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১, তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে একটি ইস্যু থেকেই যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অবশ্য জানানো হয়েছে, সাকিব যত খেলবে, দেশের জন্যই তত ভালো হবে তাই তাকে অনুমতিও দেওয়া হবে। ফলে ফাইনাল ম্যাচে সাকিবসহ সব বিদেশি ক্রিকেটারদেরই পাওয়ার আশা কেকেআরের পরামর্শক হাসির।

এলিমিনেটর ম্যাচে ঠাণ্ডা মাথায় শেষ পর্যন্ত খেলে কেকেআরের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছিলেন সাকিব। কোয়ালিফায়ারে অবশ্য সেটা পারেননি, তবে ফিল্ডিংয়ে এক দুর্দান্ত ক্যাচ নিয়ে সেরা ক্যাচের পুরস্কার জিতেছেন। বল হাতে তো অবদান রাখছেনই। সবমিলিয়ে অলরাউন্ডার সাকিবকে ‘একজন গুণী খেলোয়াড়’ বললেন হাসি।

হাসির ভাষায়, “আমি মনে করি, ফাইনাল ম্যাচেও আমরা সাকিবকে পাচ্ছি। আশা করি, সবাই ফাইনাল ম্যাচের জন্য থাকবেন। গত কয়েক ম্যাচে সাকিব দলকে অনেক কিছু দিয়েছে। দুইটি জয়ে দলে বড় অবদান রেখেছে। সে একজন গুণী খেলোয়াড়।”

কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ব্যাটাররা নিয়মিত ভালো খেললেও তাদের মিডল অর্ডার সেটা করতে পারছেন না। তবে এর পেছনে হাসি দেখছেন পিচের বিরুদ্ধাচরণকে।

তিনি বলেন, “মিডল অর্ডার নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই। কারণ সেখানেই সব পরীক্ষিত খেলোয়াড়রা আছেন। কঠিন পিচে খেলা হচ্ছে, এটাই হয়তো তাদের পরীক্ষায় ফেলছে। ২০০ এর বদলে ১১০-১২০ স্ট্রাইকরেটে খেলতে হচ্ছে এখানে। এটা নিয়ে চিন্তা করছি না। আমরা আত্মবিশ্বাসী। যেকোনো কিছুই ঘটতে পারে।”

কোয়ালিফায়ার ম্যাচে শেষ দুই ওভারে হঠাৎ করেই টানা উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল কেকেআর। টানা শূন্যে রানে সাজঘরে ফিরেছিলেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান ও সুনীল নারাইন। অবশ্য এটাকেও চিন্তার কিছু মনে করছেন না হাসি। তার মতে এই পরীক্ষিত ক্রিকেটাররা সামনের ম্যাচেও ঠিকই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

হাসি বলেন, “এটার জন্য দিল্লি ক্যাপিটালসের বোলারদের কৃতিত্ব দিতেই হচ্ছে। তারা দুর্দান্ত বোলিং করছিল। তবে ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসানরা আগামী ম্যাচে আবার আত্মবিশ্বাসের সাথেই খেলতে নামবে। তারা নিজ দেশ ও আইপিএলের হয়ে ভালো খেলে এবং আগামী ম্যাচের দিকেই তারা দৃষ্টি রাখছে।”

ব্যাট হাতে রান না পেলেও অধিনায়ক মরগানের প্রশংসা করেন হাসি, “মরগান খুব ভালো অধিনায়কত্ব করছে। কৌশলগত দিক থেকে সে খুবই চতুর। সে সঠিক সময়ে বুদ্ধিমত্তার সাথে বোলিং করছে এবং আমার মনে হয়, এটা আমাদের সাফল্যেও বড় ভূমিকা রাখছে।”

প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ