ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

৩৮ বছর পর্যন্ত খেলবেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৪ ১১:১৭:৩১
৩৮ বছর পর্যন্ত খেলবেন মেসি

প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে যোগ দিয়ে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচ থেকে মাত্র একবার জালের দেখা পেয়েছেন মেসি। পেলেগ্রিনির বিশ্বাস, নিজ গুণে বর্তমান অবস্থা থেকে দ্রুতই বের হয়ে আসবেন বার্সেলোনার সাবেক অধিনায়ক, ‘মেসিকে কখনও বশ করা যায় না। এটা তার সবচেয়ে বড় গুণ। সে অনায়সেই ৩৮ বছর পর্যন্ত খেলে যেতে পারবে। এখনও নিজের মান ধরে রেখেছে।’

মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, চায়ের আড্ডা কিংবা যাত্রাপথে এ নিয়ে এখনও সমর্থকদের তর্কের শেষ নেই। এর সমাধান খুঁজতে চান না পেলেগ্রিনি। চিলির সাবেক তারকা ফুটবলার মনে করেন, দুজনই আপন আলোয় উজ্জল, ‘মেসি ও রোনালদো লা লিগাকে দশ বছর ধরে বিশাল সম্মান উপহার দিয়েছে। আমি কেবল রোনালদোর প্রশংসা করতে পারি। তবে সবাই যা করে, মেসি না রোনালদো, কে সেরা সে উত্তর খোঁজে। এটা আমাকে দিয়ে হবে না।’

বিভিন্ন দলের কোচিং করানোর সুবাদে অনেকবার মেসির মুখোমুখি হতে হয়েছে পেলেগ্রিনিকে। সেসবের স্মৃতিচারণ করতে গিয়ে রিয়াল বেতিস বস বলেন, ‘মেসির বিপক্ষে খেলে আমরা ফুটবলকে উপভোগ করেছি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে তার মুখোমুখি হয়েছিলাম। লা লিগাতেও এমন অভিজ্ঞতা আছে। তখন সে দারুণ সেরা ফর্মে ছিল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ