ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আজ ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামছে কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৫ ১১:২২:২৬
আজ ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামছে কলকাতা

কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে মহাতারকা ক্রিকেটারের সংখ্যা খুব একটা নেই বললেই চলে। তবে কলকাতার প্রধান শক্তি হল ভারসাম্যপূর্ণ দল নিয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করা। যা প্রতিপক্ষকে চাপ তৈরি করতেও সক্ষম। ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে নামতে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের একাদশে থাকছেন কারা সেটা এবার দেখ নেয়া যাক।

কলকার একাদশে ওপেনিং পজিশনে শতভাগ সার্ভিস দিয়ে যাচ্ছেন ভেঙ্কেটেশ আইয়ার। ধারাবাহিকভাবে ব্যাট হাতে রান পাওয়া এই ব্যাটসম্যানের সাথে ওপেনিং পজিশনে আরও থাকছেন শুবম্যান গিল।

নাইটদের মিডল অর্ডার অনেকটাই নড়বড়ে বলা যেতে পারে। অধিনায়ক ইয়ন মরগানের সাথে টানা ব্যর্থ হওয়া দীনেশ কার্তিকও রানের দেখা পাচ্ছেন না। ফলে এই ঘাটতি পোষাতে হয়তো ফাইনাল ম্যাচে জ্বলে উঠতে হবে এই দুই ব্যাটসম্যানকে।

দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে একাদশে অধিনায়ক ইয়ন মরগান ছাড়াও জায়গা পাকা রয়েছে সুনিল নারাইনের। পেস বোলিং বিভাগে শক্তির যোগানদাতা লকি ফার্গুসনকে ঘিরেই ফাইনাল ম্যাচে পরিকল্পনা করতে পারে নাইটরা।

শিরোপা নির্ধারণী ম্যাচে নাইট একাদশে সাকিব আল হাসান নাকি আন্দ্রে রাসেল থাকবেন সেটা নিয়ে জল্পনা চললেও সাকিব আল হাসানের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। এই অলরাউন্ডারকে একাদশে রাখার পক্ষে মত দিয়েছেন দলটির ব্যাটিং কোচ ডেভিড হাসিও। এছাড়া উইনিং কম্বিনেশন ধরে রেখেই শিরোপা জয়ের মিশনে নামার সম্ভাবনা প্রবল রয়েছে নাইটদের।

এক নজরে দেখে নেয়া যাক চেন্নাইর বিপক্ষে ফাইনাল ম্যাচে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ

শুবম্যান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান, সুনিল নারাইন, লকি ফার্গুসন, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী।

দুই দলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আজ রাত ৮টায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ