ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফাইনালে টস জিতল কলকাতা, দেখেনিন সাকিব না রাসেল একাদশে সুযোগ পেলেন যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৫ ১৯:৩৮:২৯
ফাইনালে টস জিতল কলকাতা, দেখেনিন সাকিব না রাসেল একাদশে সুযোগ পেলেন যিনি

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফাইনালে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় চেন্নাইকে। সুতরাং, দুবাইয়ে আইপিএলের খেতাবি লড়াইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং ধোনিদের।

পিচ রিপোর্টে ম্যাথিউ হেডেন জানান, ফাইনালের পিচ তুলনায় ভালো। ১৭০ রান উইনিং স্কোর হতে পারে। ব্যাটারদের সোজা ব্যাটে খেলাই বুদ্ধিমানের কাজ হবে। দুবাইয়ে পরে ব্যাট করা দলের জয়ের রেকর্ড ভালো হলেও ফাইনালের পিচে আগে ব্যাট করে নেওয়ার কথা ভাবতে পারেন ক্যাপ্টেনরা।

আইপিএলে কেকেআর ও সিএসকে মোট ২৪ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। চেন্নাইয়ের আধিপত্য স্পষ্ট দেখা গিয়েছে। চেন্নাই জিতেছে ১৬টি ম্যাচ। কলকাতা মোট ৮টি ম্যাচ জিতেছে ধোনিদের বিরুদ্ধে।

আইপিএল ২০২১-এর প্রথম লেগে চেন্নাই সুপার কিংস ১৮ রানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথমে ব্যাট করে সিএসকে ৩ উইকেটে ২২০ রান তোলে। জবাবে কেকেআর অল-আউট হয়ে যায় ২০২ রানে।

ফিরতি লেগেও চেন্নাই ২ উইকেটে হারিয়ে দেয় কলকাতাকে। প্রথমে ব্যাট করে কেকেআর ৬ উইকেটে ১৭১ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে সিএসকে ম্যাচের একেবারে শেষ বলে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে জয় নিশ্চিত করে। সুতরাং, লিগের লড়াইয়ে চেন্নাই এগিয়ে ২-০ ব্যবধানে। কলকাতার সামনে সুযোগ ফাইনালে ধোনিদের হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ