ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আইপিএলের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা : ভবিষ্যদ্বাণী সত্যি হবে ১০০ শতাংশ নিশ্চিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৫ ২৩:২০:৪৭
আইপিএলের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা : ভবিষ্যদ্বাণী সত্যি হবে ১০০ শতাংশ নিশ্চিত

টুইটারে জাফর ভবিষ্যদ্বাণী করেন, ‘একজন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ও একজন কিউয়ি কোচের হাতে আজ রাতে ট্রফি উঠতে চলেছে।’

নেটিজেনরা অবশ্য ধন্দে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার এমন ভবিষ্যদ্বাণীতে। কেননা চেন্নাই সুপার কিংস, নাকি কলকাতা নাইট রাইডার্স, কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছেন জাফর, সেটা বুঝে ওঠা মুশকিল।

আসলে দু'দলের দুই ক্যাপ্টেনই বিশ্বকাপ জিতেছেন। ধোনি ক্যাপ্টেন হিসেবে ভারতকে ওয়ান ডে ও টি-২০, দু'টি বিশ্বকাপের ট্রফিই এনে দিয়েছেন। আবার কেকেআর ক্যাপ্টেন মর্গ্যানের নেতৃত্বেই ইংল্যান্ড ২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। উল্লেখযোগ্য বিষয় হল, চেন্নাই কোচ ফ্লেমিং ও কেকেআর কোচ ম্যাকালাম দু'জনেই নিউজিল্যান্ডের।

সুতরাং, দুই দলের ক্যাপ্টেনই বিশ্বকাপজয়ী এবং দু'দলের কোচই কিউয়ি। তাই আইপিএল ২০২১-এর ফাইনালে যে দলই জিতুক না কেন একজন বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ও একজন কিউয়ি কোচের হাতেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি উঠবে। সুতরাং, জাফরের ভবিষ্যদ্বাণী সত্যি হতে বাধ্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ