ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফাইনাল: চ্যাম্পিয়ন হয়ে সাকিবের কলকাতাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্যাপ্টেন কুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ১১:৩২:৩৭
ফাইনাল: চ্যাম্পিয়ন হয়ে সাকিবের কলকাতাকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্যাপ্টেন কুল

বাজে শুরুর পরও আসরে কলকাতা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা রীতিমত অবিশ্বাস্য। একটা সময় টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না। সেই পরিস্থিতিতে মাটি কামড়ানো একেক জয়ে কলকাতা জায়গা করে নেয় ফাইনালে। যদিও ফাইনালে দলটি জেতার মত পারফরম্যান্স দেখাতে পারেনি।

তবুও সাকিব-নারাইনদের কৃতিত্ব দিতে ভুলেননি ধোনি। তিনি বলেন, ‘আমি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিছু কথা বলতে চাই। এভাবে কামব্যাক করা সত্যিই খুব কঠিন একটা কাজ। আর সেটাই কলকাতা করে দেখিয়েছে।’ তিনি বলেন, ‘যদি কোনো দল এই আইপিএল ট্রফি জয়ের যোগ্য দাবিদার হয়, তাহলে সেটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স।

কলকাতার কোচ, দল এবং সাপোর্ট স্টাফদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।’ শুধু কলকাতা নয়, নিজের দলের প্রত্যেক সদস্যকেও শুভেচ্ছার বৃষ্টিতে সিক্ত করেছেন ধোনি। তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচেই কেউ না কেউ ম্যাচ উইনার হয়ে সামনে এগিয়ে এসেছেন।

প্রত্যেকটা ফাইনাল ম্যাচই যথেষ্ট স্পেশাল।’ ‘যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে বুঝতে পারবেন ফাইনাল হারার ব্যাপারেও আমরা যথেষ্ট ধারাবাহিক (হাসি)। তবে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের কামব্যাক। বিশেষ করে নক আউট পর্যায়ে’– বলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ