ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

টি-২০ বিশ্বকাপ: মাঠে নামার আগেই বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ১২:৩৭:১৬
টি-২০ বিশ্বকাপ: মাঠে নামার আগেই বাংলাদেশ দলকে নিয়ে যা বললেন পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ

বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির সঙ্গী বাংলাদেশ, ওমান এবং স্কটল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলার সময় আসাদ জানান, বিশ্বকাপে বাংলাদেশ তাদের চেয়ে অনেক শক্তিশালী হলেও তারা ভয় পায় না। নিজেদের ওপর আস্থা এবং বিশ্বাস রেখেই খেলবে তারা।

বাংলাদেশের বিশ্বমানের স্পিন সম্পর্কে ভালোভাবেই অবগত আছে পাপুয়া নিউ গিনি। এ বিষয় উল্লেখ করে অধিনায়ক আসাদ ভালা বলেন, আমাদেরকে বিশ্বমানের স্পিন আক্রমণের মুখোমুখি হতে হবে। এটা আমাদের জানা আছে। এ বিষয়টা সামনে রেখেই আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

তিনি আরো বলেন, এখন আমরা যে কতটা উত্তেজিত এবং নিজেদেরকে প্রকাশ করার জন্য যে কতটা উদগ্রীব হয়ে আছি, সেটা দেখাতে চাই। বাংলাদেশের বিপক্ষে আমরা নিজেদের মত করেই খেলবো এবং নিজেরাই নিজেদের খেলায় আনন্দ খুঁজতে চাই।

নিজেদের ফিল্ডিং বিভাগ নিয়ে খুবই গর্বিত আসাদ। তিনি বলেন, আমাদের গর্ব হচ্ছে ফিল্ডিং ডিপার্টমেন্ট। অন্যান্য বিভাগেও আমরা সমানতালে ভালো করতে চাই। পুরো দলটাকেই অলরাউন্ড দল হিসেবে তৈরি করতে চাই। আমরা নিজেদের সেরা নিয়ে মাঠে হাজির হবো এবং নিজেদের দেশকে গর্বিত করার চেষ্টা করবো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ