ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে চমক আর চমক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ১৬:১১:৩৬
বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে চমক আর চমক

খেলোয়াড়দের মত বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলেও যেন তারকার ছড়াছড়ি। নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইক আথারটন, ড্যানি মরিসনের মত জনপ্রিয় ধারাভাষ্যকারদের কণ্ঠ শোনা যাবে এবারের বিশ্বকাপে।

এছাড়াও আছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি, যিনি একাধারে সর্বশেষ আসরের শিরোপাজয়ী অধিনায়কও। সাবেকের কাতারে নাম লেখানো দুই সুপারস্টার ক্রিকেটার ডেল স্টেইন ও শেন ওয়াটসনও ধারাভাষ্য দেবেন বিশ্বকাপের সপ্তম আসরে।

বিশ্বকাপের ধারাভাষ্য কক্ষ থেকে কণ্ঠ শোনা যাবে ইয়ান বিশপের মত কিংবদন্তির। ফাইল ছবিএকনজরে বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল

ড্যারেন স্যামি

ডেল স্টেইন

শেন ওয়াটসন

নাসের হুসাইন

হার্শা ভোগলে

ইয়ান বিশপ

নাতালাই জার্মানোস

সুনীল গাভাস্কার

মাইক আথারটন

সাইমন ডউল

রাসেল আরনোল্ড

আনজুম চোপরা

মুরালি কার্তিক

আতহার আলী খান

বাজিদ খান

এমপুমেলেলো এমবাংওয়া

প্রিস্টন মমসেন

ড্যানি মরিসন

মার্ক নিকোলাস

নিয়াল ও’ব্রায়েন

অ্যালান উইকিলিন্স

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ