ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপে মাঠে নামার আগেই নতুন চমক দিল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৬ ১৯:০২:৩৯
বিশ্বকাপে মাঠে নামার আগেই নতুন চমক দিল নিউজিল্যান্ড

আজ শনিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন ফ্লেমিং। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া সুপার টুয়েলভে সরাসরি অংশ নেবে নিউজিল্যান্ড। এর আগে নিজেদের প্রস্তুতিকে আরও নিখুঁত করতেই চেন্নাই কোচের পরামর্শ মেনে অনুশীলন করতে চায় তারা।

আজ দুপুরেই নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ফ্লেমিংয়ের দলের সাথে যোগ দেওয়া নিশ্চিত করে নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসন ও তার একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশন দেয়, ‘সরাসরি আইপিএলের ফাইনাল থেকে। বিশ্বকাপের আগে আইপিএল জয়ী কোচ স্টিফেন ফ্লেমিংকে কয়েকদিনের জন্য পাওয়াটা দারুণ।’

উল্লেখ্য, বিশ্বকাপ এলেই যেন আরও বেশি শক্তিশালী হয়ে উঠে কিউইরা। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট তারা। এখন পর্যন্ত কোন বিশ্বকাপ না জেতা কিউইরা নিশ্চিতভাবেই পাখির চোখ রেখেছে এই বিশ্বকাপ শিরোপাতেও। আগামী ২৬ অক্টোবর নিজেদের উদ্বোধনী খেলায় পাকিস্তানের মুখোমুখি হবে কিউইরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ