ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ বনাম স্কটল্যান্ড: কার পক্ষে কথা বলছে পরিসংখ্যান দেখেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৭ ১১:২৪:৫৬
বাংলাদেশ বনাম স্কটল্যান্ড: কার পক্ষে কথা বলছে পরিসংখ্যান দেখেনিন

কেননা তাদেরকে হারিয়েই বাংলাদেশ দল প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। ১৯৯৭ মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফির সেমিফাইনালে এই স্কটল্যান্ডকেই ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

আবার বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ও তাদের বিপক্ষেই। ১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ২২ রানে। ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই জয় পেয়েছে টাইগাররা।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে স্কটল্যান্ড। কারণ, এই ফরম্যাটে একবার মাত্র ইংল্যান্ডের প্রতিবেশি এই দেশটির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে শোচনীয় পরাজয় ঘটেছে বাংলাদেশের। ২০১২ সালে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৪ রানে। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ১৬২ রান। রিচি বেরিংটন করেন ১০০ রান। জবাবে বাংলাদেশ ১৮ ওভারে অলআউট হয়ে যায় ১১৮ রানে। ২০১২ সালের পর দ্বিতীয়বারেরমত এবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।

আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আইসিসি র‌্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ৬ষ্ঠ স্থানে। স্কটল্যান্ড রয়েছে ১৫তম স্থানে। র‌্যাংকিংয়ে ব্যবধান অনেক হলেও স্কটল্যান্ড কোচ শেন বার্গার বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে, তারা ছেড়ে কথা বলবে না। সরাসরি বলে দিয়েছেন, বাংলাদেশকে আমরা বড় করে দেখছি না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ