ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সাকিব-মুশফিকের বিদায়ে ধুঁকছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৭ ২৩:১৬:৩১
সাকিব-মুশফিকের বিদায়ে ধুঁকছে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

এই লক্ষ্য তাড়া করতে নেমে স্কটিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকছে বাংলাদেশের ব্যাটাররা। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার বিদায় নিয়েছেন দলীয় ১৮ রানের মধ্যেই।

১.৩ ওভারের মাথায় সৌম্য সরকার মিড উইকেটে ক্যাচ দেন জশ ডেভের বলে মাত্র ৫ রান করে। এরপর ৩.৩ ওভারের মাথায় লিটন দাসকে ৫ রানে ফেরান ব্রাড হোয়েল।

দুই ওপেনারের বিদায়ের পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে রান তুলছিলেন ধীর গতিতে। কিন্তু দলকে বিপদে ফেলে বিদায় নিয়েছেন সাকিবও। বাইরের বল টেনে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ২০ (২৮) রান করে।

সাকিবের খানিক বাদে বিদায় নিয়েছেন মুশফিকও। দলীয় ৭৪ রানের মাথায় গ্রেভসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ৩৬ বলে ৩৮ রান করে। আফিফ হোসেনকে নিয়ে লড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেটে ৮০ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ