ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

১ম ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশকে নিয়ে যা বললেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৮ ০৯:২৯:৪১
১ম ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশকে নিয়ে যা বললেন ইমরুল

যা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন। তবে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার মনে করেন, টি-টোয়েন্টিতে কোনো দলকে ছোট করে দেখতে পারবেন না।

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে হুঙ্কার দিয়ে রেখেছিল স্কটল্যান্ডের কোচ শেন বার্জার। যেখানে বাংলাদেশকে ওমান এবং পাপুয়া নিউ গিনির কাতারে রেখেছিলেন তিনি।

যদিও স্কটিশদের এমন হুঙ্কারে বিচলিত হননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাঠের ক্রিকেটে বার্জারের সেই হঙ্কারের জবাব দিতে পারেনি বাংলাদেশ।

স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে হারতে হয় ৬ রানে। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে এমন হারের পর বাংলাদেশকে সমালোচিত হতে হয়েছে টুইটারে।

একজন ভারতীয় নাগরীক বাংলাদেশের স্কোর বোর্ডে ছবি আপলোড করে লিখেছেন, “মুঝে মিরপুর জানা হ্যা”

আরেক লিখেছেন, “টাইগাররা বড় ভুল করছে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে নিজেদের কন্ডিশনের মত উইকেট বানিয়ে তার কারণ বাংলাদেশ জয় চেয়েছিল।”

শুধু তাই নয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হারের পর বাংলাদেশের অপেনার ইমরুল কায়েস মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন।

তিনি বলেন, “টি২০ ক্রিকেটে বড় রান করার জন্য কিন্তু অভ্যাস লাগে। এই অভ্যাস আসবে ভালো উইকেটে ব্যাটিং করলে। মিরপুরের যে উইকেটে আমরা ব্যাটিং করেছি এরপর আসলে ৬০ ৭০ ৮০ করা একজন ব্যাটসম্যানের জন্য বেশ কঠিন।

আমরা যদি যাওয়ার আগে অন্তত একটা সিরিজ ইভেনও ট্রু উইকেটে খেলতে পারতাম, তাহলে হয়তো ব্যাটসম্যানরা এখন যে স্ট্রাগল করছে সেটা এতোটা হতো না।”

তবে আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ইমরুলের কথা সাথে হুবুহু মিলে গিয়েছে। কারণ আজ বাংলাদেশের প্রতিটি ব্যাটসম্যানই রানের জন্য প্রচুর স্ট্রাগল করেও ব্যর্থ হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ