ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

শ্রীলংকাকে জয়ের জন্য অল্প রানের টার্গেট দিল নামিবিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৮ ২১:৪৫:৫৬
শ্রীলংকাকে জয়ের জন্য অল্প রানের টার্গেট দিল নামিবিয়া

নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি নামিবিয়া। তিন বল আগে অল আউট হওয়ার আগে দলটির সংগ্রহ ছিল ৯৬ রান।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বল হাতে শুরুতেই দলকে দুই উইকেট এনে দেন মিস্ট্রি স্পিনার মহেশ থিকসানা।

নামিবিয়ার দুই ওপেনারকেই ফেরান থিকসানা। আউট হওয়ার আগে স্টিফেন বার্ড ৭ ও জেন গ্রিন ৮ রান করেন। এরপর ৩৯ রানের জুটি গড়েন ক্রেইগ উইলিয়ামস ও জারহার্ড ইরাসমুস।

লাহিরু কুমারার বলে ২০ রান করে ইরাসমুস ফিরলে ব্যাটিং ধসে পড়ে নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড উইজে ৬ রানের বেশি করতে পারেননি।

শেষদিকে স্মিটের অপরাজিত রানের ইনিংসে কিছুটা লড়াই করার সংগ্রহ পায় নামিবিয়া।

শ্রীলংকার হয়ে একাই তিন উইকেট নেন থিকসানা। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারা দুটি এবং দুশমন্থ চামিরা ও চামারা করুনারত্নে একটি করে উইকেট নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ