ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

পিএসজির স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৯ ১৬:১৪:৪৯
পিএসজির স্কোয়াড থেকে বাদ পড়লেন নেইমার

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে একটি গোল করার পাশাপাশি জোড়া অ্যাসিস্টে দলের জয়ে রাখেন বড় অবদান।

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার রাতে ঘরের মাঠে লিপজিগের মুখোমুখি হবে পিএসজি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের সবাইকে পাওয়ার আশায় ছিল প্যারিসের ক্লাবটি।

কিন্তু কুঁচকি সমস্যায় ভোগা নেইমার খেলতে পারবেন না। সোমবার বিষয়টি জানান কোচ মাওরিসিও পচেত্তিনো। তিনি বলেন, খেলোয়াড়দের সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নেইমারের একটু সমস্যা আছে। আশা করি, বড় কিছু নয় এবং অল্প কয়েকদিন তাকে বাইরে থাকতে হবে।

তিনি আরো বলেন, দেশের হয়ে ম্যাচ খেলে ফেরার পর থেকে কুঁচকির সমস্যায় ভুগছে নেইমার। আগামী কয়েক দিন তার আরও চিকিৎসা চলবে এবং এরপরই সে পূর্ণ অনুশীলনে ফিরবে। যত দ্রুত সম্ভব সে দলের সঙ্গে যোগ দিবে।

প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ক্লাব ব্রুজের সমান ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচে দুটিতেই হেরে লিপজিগের পয়েন্ট শূন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ