ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

১০ বলে ৬ উইকেট হারালো স্কটল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৯ ১৮:১৯:৩৩
১০ বলে ৬ উইকেট হারালো স্কটল্যান্ড

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়েছে স্কটল্যান্ড। আত্মবিশ্বাসে টইটুম্বর ছিল স্কটিশরা। ওমানের বিপক্ষে সেটা দেখালও দলটি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে ২২ রানের ওপেনিং জুটির পর ৪ রানের ব্যবধানে ফিরেছেন স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মানজি ও কাইল কোয়েটজার। স্কটিশদের বড় সংগ্রহের নিশ্চয়তা হয়েছে তার পরেই। তৃতীয় উইকেটে ম্যাথু ক্রসকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন রিচি বেরিংটন।

ক্রস অনেকটা রয়েসয়ে খেললেও মাঝের ওভারগুলোতে ঝড় তুলেছিলেন বেরিংটন। শেষ পর্যন্ত ৪৯ বল খেলে ৬ চার ৩ ছয়ে ৭০ রান করে ফিরেছেন স্কটিশ তারকা। ক্রস ৩৬ বলে ২টি করে চার ছয়ে ৪৫ রান করেছেন। শেষ দিকে অবশ্য এই ধারাটা অব্যাহত রাখতে পারেনি স্কটল্যান্ড। শেষ দিকে ১২ রানে পাঁচ উইকেট হারানো স্কটল্যান্ড শেষ পর্যন্ত থেমেছে ৯ উইকেটে ১৬৫ রানে।

পাপুয়া নিউগিনির হয়ে কবুয়া মোরিয়া ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। চাদ সোপার ৪ ওভারে ২৪ রানে তিনটি উইকেট নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ