ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বাঁচা মরার ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৯ ১৯:৪১:৫৩
বাঁচা মরার ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা তিনটি সিরিজ জয়ের গৌরব নিয়ে বিশ্বকাপ মিশনে নামা বাংলাদেশ এখন পুরোপুরি ব্যাকফুটে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হার নির্দেশ করছে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলংকার কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি টাইগাররা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাসে এখন চিড় ধরাটাই স্বাভাবিক। এখানে অবশ্য টাইগারদের প্রধান চিন্তা ছিল ব্যাটিং। টি-২০ বিশ্বকাপেও সেই একই ভাবনা। টপ অর্ডার বা মিডল অর্ডার নেই ছন্দে। স্লগ-ওভারে রান তোলার সংকট তো বেশ পুরনো। তাই ওমানের বিপক্ষে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আসতেই পারে।

বিপরীতে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ওমান। টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্ম স্বাগতিকদের জন্য নির্ভরতার প্রতীক। পেস ও স্পিনের সমন্বয়টাও দারুণ।

বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি ওমান দল তাদের বৈচিত্র্যকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছে। সঙ্গে স্বাগতিক দর্শকের সুবিধা তো থাকছেই। ওমান ক্রিকেটারদের মাথায় থাকতে পারে ২০১৬ বিশ্বকাপে টাইগারদের কাছে হারের প্রতিশোধ

বাংলাদেশ একাদশ : লিটন দাস , নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ , আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, সাইফুদ্দিন, তাসকিন,মুস্তাফিজুর রহমান

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ