ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজ নির্ধারনী ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২০ ১৮:৫৯:০৯
এইমাত্র শেষ হলো শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার সিরিজ নির্ধারনী ম্যাচ, দেখেনিন ফলাফল

প্রথম দুই ম্যাচ হেরে আজ (বৃহস্পতিবার) তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবারা। এ ম্যাচেও তিন উইকেটে হার তাদের। এতে টানা তিন ম্যাচ হারে সিরিজ খোয়াল অধিনায়ক মেহেরাব হোসেন অহীনের দল।

ডাম্বুলায় সিরিজ হার ঠেকাতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই রানের মধ্যে স্বাগতিক দলকে আটকে রাখতে বোলাররা বল হাতে দাপুটে শুরু করেন। ১২২ রানে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিলেও শেভন ড্যানিয়েল ও ওয়ানুজা শাহানের কাছে পেরে উঠেনি সফরকারী বোলাররা। অষ্টম উইকেটে অবিচ্ছেদ্য ৬৬ রানে জুটি গড়ে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে জেতান দুজন। এতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় লঙ্কানদের।

ব্যাটিং নেমে নিজেদের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। দলীয় ৫ রানেই মফিজুল ইসলাম ও তাজিবুল ইসলামের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দুজনেই ফেরেন শূন্য হাতে। ওপেনার ইফতেখার হোসেন ২৫ রান করে বিদায় নিলে আব্দুল্লাহ আল মামুনও রানের খাতা খুলতে পারেননি। লঙ্কান যুবাদের বোলিং তোপে দিশেহারা বাংলাদেশ। আইচ মোল্লা আউট হন ২৩ রানে।

শেষদিকে ফিফটি করা আশিকুর জামানের অপরাজিত ৫৪ রানের সঙ্গে আহসান হাবিবের ৩৩ ও নাঈমুর রহমানের ২৭ রানের কল্যাণে শেষ ওভারে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ১৮৪ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার হয়ে ভিনুজা ও রাভিন সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। এরপর পাতিরাজা ও ড্যানিয়েলের তৃতীয় উইকেট জুটিতে স্বাগতিকরা যোগ করে ৭৫ রান। পাতিরাজা ৩১ রানে আউট হলে শ্রীলঙ্কা দলকে চেপে ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। ৭ রানের ব্যবধানে স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা। এতে ৯৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। এরপর ভিনুজা ১০ রান করে আউট হন, ১২২ রানে সাত উইকেট হারিয়ে ফেলে লঙ্কান যুবারা।

এরপর শাহানকে নিয়ে দলের হাল ধরেন ড্যানিয়েল। দলকে বিপদমুক্ত করার পাশাপাশি অর্ধশতকের স্বাদ পান তিনি। পরে অষ্টম উইকেটে অবিচ্ছেদ্য ৬৬ রানে জুটি গড়ে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে জেতান দুজন। এতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় লঙ্কানদের। ড্যানিয়েল ৮৫ রানে অপরাজিত থাকেন। শাহান খেলেন ৩৮ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে মুশফিক হাসান নেন সর্বোচ্চ ৩ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ