ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

লিটনকে বাদ দিয়ে ওপেনিংয়ে যাকে খেলাতে বললেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২১ ১২:০৫:৩৪
লিটনকে বাদ দিয়ে ওপেনিংয়ে যাকে খেলাতে বললেন আশরাফুল

আশরাফুল মনে করেন, আফিফের স্বভাবজাত চার-ছয় মারার যোগ্যতা থাকায় প্রথম ছয় ওভারে দারুণ কিছু হতে পারে বাংলাদেশের জন্য, ‘পাপুয়া নিউগিনির পর সুপার টুয়েলভের আগে আমাদের আর কোন ম্যাচ নেই। তাই ওদের বিপক্ষে দলে কিছুটা পরীক্ষা–নিরীক্ষা করা যেতে পারে। আমার মতামত হল, পাপুয়া নিউগিনির বিপক্ষে আফিফকে ওপেনিংয়ে নামানো যেতে পারে। মনে হয় ও সেখানে ভালোই করবে।’

‘আফিফ পেস বল খেলতে পছন্দ করে। তুলে মারার ক্ষমতা আছে। এজন্য পাওয়ার প্লেতে আমাদের যে সমস্যা হচ্ছে সেটা আফিফকে দিয়ে সমাধানের চেষ্টা করা যেতে পারে। তার চেয়ে বড় কথা হল আফিফকে যেখানে নামানো হয় সেখানে তার জন্য ভালো কিছু করা কঠিন হয়ে যায়।’

লিটন কুমার দাসের ওপর অনেক প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। কিন্তু প্রথম দুই ম্যাচে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন রংপুরের এই ওপেনার। আশরাফুল মনে করেন, আত্মবিশ্বাসহীনতার কারণে রান করতে পারছেন না লিটন, ‘আফিফকে ওপেনিংয়ে নামালে অবশ্যই তার সঙ্গী হবে নাঈম শেখ। লিটন দাস একেবারেই ফর্মে নেই। তাকে কিছুদিন বিশ্রাম দেওয়া উচিত বলে আমি মনে করি।’

‘বিশ্রাম ক্রিকেটারদের জন্য ফর্মে ফেরার টনিক হিসেবে কাজ করে। লিটনের সামর্থ্য নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু স্কটল্যান্ড এবং ওমানের বিপক্ষে ম্যাচ দুটি দেখে আমার মনে হয়েছে সে প্রচণ্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছে।’ যোগ করেন আশরাফুল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ