প্রথম বার মুখোমুখি বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি

এই দলগুলোর বিপক্ষে কখনো না কখনো কোনো সিরিজ , এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে দেখা হয়েছে বাংলাদেশের। বলার অপেক্ষা রাখেনা কেনিয়া বিশ্বকাপ খেলেছে। সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার রেকর্ড আছে। কেনিয়ার সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজও খেলেছে বাংলাদেশ। টাইগারদের প্রথম ওয়ানডে জয়টিও তো কেনিয়ার বিপক্ষেই। আর স্কটল্যান্ড তো বিশ্বকাপে বাংলাদেশের পুরোনো প্রতিপক্ষ। ১৯৯৯ সালের বিশ্বকাপে স্কটিশদের হারিয়েই বৈশ্বিক আসরে প্রথম জয়ের মুখ দেখেছিল টাইগাররা।
আয়ারল্যান্ড , নেদারল্যান্ডসও চেনা প্রতিপক্ষ। হংকং ও ওমানের সাথে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছে বাংলাদেশ। হংকং এবং ওমানও সেই অর্থে চেনা এবং পুরোনো প্রতিপক্ষ।
কিন্তু পাপুয়া নিউগিনির সঙ্গে আগে কখনই কোনো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে দেখা হয়নি বাংলাদেশের। পিএনজির বিপক্ষে কোনো বিশ্ব আসরেও মুখোমুখি হয়নি টাইগাররা। অর্থাৎ, আজ (২১ অক্টোবর) ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি।
বিশ্ব আসরে আগে কখনো দেখা হয়নি এবং ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি বলেই বাংলাদেশের ভক্ত ও সমর্থকদের মধ্যে যারা বয়সে তরুণ ও নবীন , তাদের কাছে পাপুয়া নিউগিনিও নতুন প্রতিপক্ষ।
তবে পাপুয়া নিউগিনি কিন্তু বাংলাদেশের নতুন প্রতিদ্বন্দ্বী নয়। আইসিসি ট্রফি আর এসিসি ট্রফিতে এই দলটির সঙ্গে এর আগেও দেখা হয়েছে বাংলাদেশের। প্রথমবার ১৯৮২ সালে আইসিসি ট্রফিতে। আর দ্বিতীয়বার ১৯৯৬ সালের এসিসি ট্রফির সেমিফাইনালে।
এর মধ্যে ৮২‘র আইসিসি ট্রফিতে পাপুয়া নিউগিনির সাথে বাংলাদেশের সাক্ষাত হয়েছিল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে। আর ৯৬’তে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পিএনজির বিপক্ষে এসিসি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
৮২’র আইসিসি ট্রফির তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পাপুয়া নিউগিনিরি কাছে ৩ উইকেটে হেরে চতুর্থ হয়েছিল বাংলাদেশ। তখনকার ওভারের সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ইউসুফ রহমান বাবু। যিনি ইউসুফ বাবু নামেই ছিলেন বেশী পরিচিত। বলার অপেক্ষা রাখেনা আইসিসি ট্রফিতে সেটাই ছিল বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম শতরান।
এরপর আরও দুজন উইলোবাজ আইসিসি ট্রফিতে সেঞ্চুরি করেছেন। একজন নুরুল আবেদিন নোবেল ( মিনহাজুল আবেদিন নান্নুর বড় ভাই)। আর অপরজন জাহাঙ্গীর আলম। নোবেলের শতরানটি ৯০’র আইসিসি ট্রফিতে। প্রতিপক্ষ কানাডা। আর ৯৪’র আইসিসি ট্রফিতে জাহাঙ্গীর শতরান করেন আরব আমিরাতের বিপক্ষে।
৮২’র আইসিসি ট্রফির স্থান নির্ধারনী ম্যাচে প্রথম উইকেটে তখনকার ওপেনার ইউসুফ বাবু ( ১১৫) ও নাজিম সিরাজী (৫২) (দুজনই বর্তমানে আমেরিকা প্রবাসী) প্রথম উইকেটে ১৭০ রানের বিরাট জুটি গড়লেও পরের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ২২৪ রানে অলআউট হয়ে ৩ উইকেটে হার মানে বাংলাদেশ।
আর ১৯৯৬ সালে এসিসি ট্রফির সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনি। দুই স্পিনার মোহাম্মদ রফিক (৩/১০) আমিনুল ইসলাম বুলবুল ( ৩/৩১) আর মিডিয়াম পেসার খালেদ মাহমুদ সুজনের (২/২১) সাঁড়াশি বোলিং আক্রমনের মুখে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যায় পিএনজি। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০ ওভার আগেই ৭ উইকেটের অনায়াস জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আইসিসি কিংবা এসিসি ট্রফির স্বীকৃত ওয়ানডে ম্যাচের বাইরে আজই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে সাক্ষাত হতে যাচ্ছে বাংলাদেশ-পাপুয়া নিউগিনির। বিশ্বকাপেও প্রথম।
দেখা যাক, ২৫ বছর আগে এসিসি ট্রফিতে পিএনজিকে উড়িয়ে দেয়া টাইগাররা আজ ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের লড়াইয়ে কি করেন ?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন