ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মূল পর্বের প্রথম ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২২ ২১:৩৮:২৪
মূল পর্বের প্রথম ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ

সবকিছু ঠিক থাকলে সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসা দল শ্রীলঙ্কার বিপক্ষে।

আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সুপার টুয়েলভ পর্বের এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে তা দেখে নেয়া যাক।

টাইগারদের ওপেনিং পজিশনে একটা ঘাটতি এখনও রয়ে গেছে স্পষ্টভাবে। সৌম্য সরকার কিংবা লিটন দাস কেউই নিজেকে মেলে ধরতে না পারায় বিপত্তি বেধেছে ওপেনিং পজিশন নিয়ে। তবে সুপার টুয়েলভ পর্বে নাইম শেখের সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে লিটন দাসকেই।

তিন নম্বরে ব্যাট হাতে সফলতার মুখ দেখা সাকিবের পর আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম থাকতে পারেন চার নম্বরে। ফর্মে রয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ নম্বরে দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার কাজটা হয়তো এই ম্যাচেও করতে পারেন তিনি।

দলের ফিনশারের দায়িত্বটা অন্যান্য ম্যাচের মত নুরুল হাসান সোহান ও আফিফের হাতেই করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া লেজের দিকে ব্যাট হাতে মোহাম্মদ সাইফুদ্দিনও দলের জন্য কার্যকর হতে পারেন।

বোলিং বিভাগে অবশ্য আসতে পারে একমাত্র পরিবর্তনটি। গত ম্যাচে ২ উইকেট নেয়া তাসকিন আহমেদ সুপার টুয়েলভ পর্বের ম্যাচে থাকতে পারেন একাদশের বাইরে। কেননা আগের দুই ম্যাচে বল হাতে খরুচে ছিলেন তিনি। তার বদলি হিসেবে হয়তো দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।

এক নজরে দেখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ

লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ