ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আবারও বাংলাদেশকে নিয়ে চরম অপমান জনক মন্তব্য করলেন স্কটল্যান্ডের ক্রিকেটার ওয়াট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২২ ২২:১৩:১৭
আবারও বাংলাদেশকে নিয়ে চরম অপমান জনক মন্তব্য করলেন স্কটল্যান্ডের ক্রিকেটার ওয়াট

বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ভুগবে, এমনটা আগে থেকেই জানতো স্কটল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে ওমানকে হারানোর পর মার্ক ওয়াট জানিয়েছেন, সুপার টুয়েলভেও একই পরিকল্পনা নিয়ে খেলবে স্কটিশরা। তবে বাংলাদেশকে কৌশল পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ওয়াট বলেন, ‘আলাদা করে কিছু করার দরকার আছে বলে মনে করি না। আমরা তিন ম্যাচের সব কয়টি জিতেছি, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে থাকা বাংলাদেশকে হারিয়েছি। যদি কোনো (কৌশলের) পরিবর্তন করতে হয়, তাহলে সেটা বাংলাদেশকে করতে হবে। গ্রুপ পর্ব পেরোতে তাদের সংগ্রাম করতে হয়েছে, যেটা আমরা জানতাম যে এমন কিছুই হবে। কিন্তু আমরা যেভাবে খেলছি, সেভাবে খেললেই হবে।’

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে খেলবে স্কটল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নামিবিয়া। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম অঘটন ঘটায় তারা।

সুপার টুয়েলভে আরও দু-একটি অঘটন ঘটাবে বলে বিশ্বাস করেন তিনি। এটা না হওয়ার কোন কারণও দেখছেন না ওয়াট। ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশকেও হারিয়েছে তারা। যে কারণে অন্য দলগুলোর স্কটল্যান্ডকে ভয় পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

ওয়াট বলেন, ‘আমার মনে হয় দু–একটি অঘটন ঘটাব আমরা। এটা না হওয়ার কোনো কারণ দেখি না। এর আগেও হয়েছে। বিশ্বের সেরা ওয়ানডে দলকে হারিয়েছি, বাংলাদেশকেও হারিয়েছি। স্কটল্যান্ডকে ভয় পাওয়া উচিত অন্য দলগুলোর।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ