ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

হরভজনের মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন শোয়েব আখতার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ১১:৪৫:২২
হরভজনের মন্তব্যের উপযুক্ত জবাব দিলেন শোয়েব আখতার

অবসান হলো পাকিস্তানের দীর্ঘ প্রতীক্ষার। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ধরা দিল প্রথম জয়! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি ভারত। দুবাইয়ে রোববার আগে ব্যাটিংয়ে নেমে তারা করতে পারে ১৫১। বাবর ও রিজওয়ানের উদ্বোধনী জুটিতেই তা পেরিয়ে যায় পাকিস্তান, জয় ১০ উইকেটে! বল বাকি ছিল ১৩টি।

মাঠের ক্রিকেট শুরুর আগেই কথার লড়াইয়ে মশগুল থাকেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপকে সামনে ‘মওকা মওকা’ শিরোনামে একটি ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস।

সেই ভিডিও দেখার পর পাকিস্তানকে ওয়াকওভার দিতে বলে মন্তব্য করেছেন হরভজন। যেখানে ভারতের সাবেক এই স্পিনার বলেছিলেন, ‘আমি শোয়েব আখতারকে বলেছিলাম খেলার কোনো মানেই নেই। কেবল তোমাদের উচিত ভারতকে ওয়াকওভার দেয়া। তোমাদের ছেলেরা খেলবে, আবারও হারবে তাতে হতাশ হবে। আমাদের দল অনেক শক্তিশালী। শোয়েব আখতার…তোমাদের কোনো সুযোগ নেই। আমরা তোমাদের উড়িয়ে দেবো।’

গতকাল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে হারানোর ফলে হরভজনের কটাক্ষের জবাব দিতে ভুল করেননি শোয়েব। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘ভাজ্জি, হরভজন সিং ওয়াকওভার নেবে না? নেবে না? কি আর করবে একটু বিশ্রাম করো। দিনটা উপভোগ করো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ